‘CAA তে আপনাদের নাগরিকত্ব যাবে না, ভয় তো পাবে অনুপ্রবেশকারীরা’, নাগরিকত্ব আইন নিয়ে বার্তা অমিতের
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
CAA-নিয়ে বিরোধী আক্রমণ ভোঁতা করার চ্যালেঞ্জ অমিত শাহের সামনে। নাগরিকত্ব আইন পাসের পর রাজ্যে প্রথমবার সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
#কলকাতা: CAA-NRC নিয়ে লাগাতার বিরোধিতা তৃণমূল সরকারের। হিংসা বিধ্বস্ত দিল্লি। এই পরিস্থিতিতে রবিবার কলকাতায় অমিত শাহ। CAA-নিয়ে বিরোধী আক্রমণ ভোঁতা করতে শহীদ মিনারের সভা থেকে আশ্বাসের বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷ বলেন, নাগরিকত্ব আইনে কারোর নাগরিকত্ব যাবে না ৷ ভুল বার্তা দিচ্ছে বিরোধীরা ৷
দেশজুড়ে CAA বিরোধী বিক্ষোভ। তবে রাজ্যে CAA -কেই আঁকড়ে ধরতে চাইছে রাজ্য বিজেপি। রাজ্যের ভোটযুদ্ধে CAA-কে হাতিয়ার করেই এগোনোর ভাবনা গেরুয়া শিবিরের। রাজ্যে CAA কার্যকর না করা নিয়ে অনড় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। বিধানসভায় পাশ হয়েছে CAA বিরোধী প্রস্তাব। এই পরিস্থিতিতে CAA নিয়ে বার্তা দিতে কলকাতায় অমিত শাহের সভা।
এদিন শহীদ মিনারে সভামঞ্চে দাঁড়িয়ে অমিত শাহের আশ্বাস, ‘CAA তে আপনাদের নাগরিকত্ব যাবে না ৷ উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতেই CAA ৷ শরণার্থীদের কোনও ভয় নেই ৷ CAA -তে ভয় পাবে অনুপ্রবেশকারীরা ৷ নমঃশূদ্ররা নাগরিকত্ব পাবেই ৷ মতুয়ারাও নাগরিকত্ব পাবেন ৷ CAAবিরোধিতায় রাজ্যে হিংসার ঘটনা ঘটছে ৷ বাধা দিচ্ছেন স্বয়ং মমতা ৷ CAA হিংসায় উপড়ে ফেলা হয় রেললাইন ৷ মানুষকে যারা সমস্যায় ফেলবে, তাদের বিজেপি ছাড়বে না ৷’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 01, 2020 3:34 PM IST