#কলকাতা: অবশেষে স্বস্তির খবর ৷ কলকাতায় আপাতত করোনা নেই ৷ করোনা আক্রান্ত সন্দেহে যে ৫ জনকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছিল, তাঁদের ছেড়ে দেওয়া হল ৷ করোনা সন্দেহে এদের লালা পরীক্ষা করা হয়, পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ায় জানা যায়, এদের কেউ-ই করোনা ভাইরাসে আক্রান্ত নয় ৷
অন্যদিকে, করোনা মোকাবিলায় এবার সীমান্তেও তৎপর কেন্দ্র। আজ বনগাঁয় ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত শুরু হল স্বাস্থ্য পরীক্ষা। জেলা স্বাস্থ্য দফতরের খবর, শুধুমাত্র বাংলাদেশ থেক আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এখনও কোনও সংক্রমণের খবর নেই।
প্রথমে দমদম বিমানবন্দর। তারপর কলকাতা বন্দর। এবার ভারত-বাংলাদেশ সীমান্ত। করোনা ঠেকাতে আরও মরিয়া কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্দেশের পর বনগাঁর পেট্রাপোল সীমান্তে শুরু হল করোনা ঠেকাতে স্বাস্থ্য পরীক্ষা। এদিন সকাল থেকেই থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হয় বাংলাদেশ থেকে আসা যাত্রীদের। সূত্রের খবর, প্রাথমিক ভাবে পরীক্ষা হয় বেনাপোল সীমান্তে। করোনা ঠেকাতে ভারতের উদ্যোগে খুশি বাংলাদেশের বাসিন্দারা। জেলা স্বাস্থ্য দফতরের খবর, সতর্কতা হিসেবে তৈরি রাখা হয়েছে নোডাল হাসপাতাল বেলেঘাটা আইডিকে। করোনা ঠেকাতে বিশেষ ভাবে ট্রেনিং দেওয়া হয়েছে ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। এদিন শুধুমাত্রা বাংলাদেশ থেকে আসা যাত্রীদেরই পরীক্ষা করা হয়। বনগাঁ সীমান্তে তৎপরতা শুরু হলেও, এখনও কোনও ব্যবস্থা নেই বসিরহাটের ঘোজাডাঙায়। এই সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচল করে পণ্যবাহী গাড়ি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Beleghata ID, Corona Virus, Kolkata