Nisith Pramanik: নিশীথ কাণ্ড! তোপ বিজেপির, শুভেন্দু বললেন, 'পার্লামেন্টে গেলে ফল পাবেন'

Last Updated:

Nisith Pramanik: শনিবার দিনহাটায় নিজের সংসদীয় এলাকায় দলীয় কর্মসূচিতে বেরিয়ে আক্রান্ত হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমানিকের কনভয়।

নিশীথ প্রামানিক
নিশীথ প্রামানিক
কলকাতা: নিশীথ কাণ্ডের প্রতিবাদে কি কিছুটা বিভক্ত বিজেপি শিবির? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের উপর হামলার প্রতিবাদেও কেন এক সুরে কথা বলতে পারল না বিজেপি?  হামলার ১০ ঘন্টা পরেও কেন কার্যত মুখে কুলুপ এটে রইল কেন্দ্র? বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত রাজ্যের কাছে কোনও রিপোর্ট চেয়ে পাঠানো হয়নি। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের সমন্বয় নিয়েও প্রশ্ন উঠছে।
শনিবার দিনহাটায় নিজের সংসদীয় এলাকায় দলীয় কর্মসূচিতে বেরিয়ে আক্রান্ত হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমানিকের কনভয়। হামলার পরেই এই ঘটনার জন্য তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। কিন্তু, এই ইস্যুতে রাজ্য বিজেপি নেতৃত্বের মুখে উঠে এল নানা দাবি।
রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "এই ঘটনা প্রমান করছে রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীরও নিরাপত্তা নেই। তৃণমূলের হাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ, কেন্দ্র সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও আক্রান্ত। এই ঘটনার পর আমরা রাজ্যপালের থেকে সদর্থক কোনও পদক্ষেপ আশা করছি। রাজ্যের মানুষ মনে করে, পঞ্চায়েত নির্বাচনকে রক্তাক্ত করতেই রাজ্যজুড়ে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। তাই অবিলম্বে রাজ্যের মানুষের নিরাপত্তায় ৩৫৫ বা ৩৫৬ ধারা লাগু হওয়া দরকার।"
advertisement
advertisement
ঘটনার পরেই টুইট করে প্রতিক্রিয়া দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। টুইটে হামলার নিন্দা করে সুকান্ত বলেন, রাজ্য সরকারের মদতে এটা তৃণমূল আশ্রিত গুন্ডাদের দৈনন্দিন কাজ। কিন্তু, এই হামলায় বিজেপি ভীত নয়। মানুষ সব কিছুই লক্ষ্য করছে। পরে, এই ঘটনার জন্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।  এদিকে, শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টা নাগাদ রাজভবনে এসে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
প্রায় ১ ঘণ্টা কাটিয়ে রাজভবন থেকে বেরনোর সময় শুভেন্দুর মুখে শোনা গেল নিউটনের মাধ্যাকর্ষনের তৃতীয় সূত্র। তিনি বলেন, "প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ওরা শুরু করলে আমাদের শেষ করতে হয়। আজ নিশীথ প্রামানিকের ওপর যা করেছে, এর ফল ওদের ভুগতে হবে। আপনারা যখন পার্লামেন্টে যাবেন, তখন আপনাদেরকেও এর ফল হাতে নাতে পেতে হবে।"
advertisement
যদিও, হামলার জন্য তৃণমূলকে দায়ী করে বিজেপির অভিযোগের পরেই, তৃণমূল তা খারিজ করে দেয়। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "এই হামলার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। বিজেপির দলীয় গোষ্ঠী কোন্দলের ফল হতে পারে। "
পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের ওপর হামলার ঘটনার নিন্দা করে বিজেপি তৃণমূলকে নিশানা করবে এটাই স্বাভাবিক। কিন্তু, এরকম একটি গুরুত্বপূর্ন ইস্যুতেও রাজ্য বিজেপি নেতৃত্বের নানা নেতার নানা দাবি জানানো দলের মধ্যে সমন্বয়ের অভাবকেই সামনে আনল। কোনও নেতা দাবি করছেন, ৩৫৬ ধারা চাই, আবার আরেক নেতা বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। শুভেন্দু অধিকারী বলছেন, "পার্লামেন্টে গেলে ফল হাতে নাতে পেতে হবে।"
advertisement
শুধু তাই নয়, ঘটনার পর বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও, কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রক বা কেন্দ্রীয় সরকারের তরফে নিশীথের ওপর হামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেখা যায় নি। কার্যত নীরব দর্শকের ভূমিকায় থেকে গেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, যা খুবই অপ্রত্যাশিত।
দিনহাটায় এদিন জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রমানিক। অভিযোগ, পরিকল্পিত ভাবে মন্ত্রীকে কালো পতকা দেখানো ও তার কনভয়ে হামলা করেছে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল।
advertisement
সম্প্রতি, কোচবিহারের মাথাভাঙায় সভা করতে গিয়ে জেলায় বিএসএফ এর হাতে নিহত রাজবংশী সম্প্রদায়ের এক যুবকের মৃত্যুর জন্য কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি ঘেরাও করার হুমকি দিয়েছিলেন অভিষেক। অভিষেকের সভার পর আজই প্রথম এলাকায় দলীয় কর্মসূচিতে বেরিয়ে ছিলেন মন্ত্রী নিশীথ। বিজেপির অভিযোগ, অভিষেকের প্ররোচনাতেই এই হামলা।
advertisement
অরূপ দত্ত
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nisith Pramanik: নিশীথ কাণ্ড! তোপ বিজেপির, শুভেন্দু বললেন, 'পার্লামেন্টে গেলে ফল পাবেন'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement