ধৃত খাগড়াগড় কাণ্ডের অন্যতম চক্রী কওসর

Last Updated:

এনআইএ-এর হাতে গ্রেফতার খাগড়াগড় কাণ্ডের মূল চক্রী বোমা মিজান ওরফে কওসর

#বেঙ্গালুরু: এনআইএ-এর হাতে গ্রেফতার খাগড়াগড় কাণ্ডের মূল চক্রী বোমা মিজান ওরফে কওসর ৷ মঙ্গলবার বেঙ্গালুরু স্টেশন থেকে কওসরকে গ্রেফতার করে তদন্তকারীরা ৷ এর আগে কওসরের খবর দেওয়ার জন্য ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছিল ৷
খাগড়াগড় বিস্ফোরণের মূল অভিযুক্ত কওসর ৷ বোমা মিজান নামে পরিচিত ছিল এই অভিযুক্ত ৷ পুলিশ সূত্রে খবর, জেএমবি-র উজির পদে কাজ করত এই কওসর ৷ খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগে এই জঙ্গিনেতাকে গ্রেফতার করেছে এনআইএ ৷ তাকে পাঁচদিনের ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে ৷ কওসরের বাসস্থান থেকে কিছু বিস্ফোরকের নমুনাও সংগ্রহ করে তদন্তকারীরা ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
২০১৪ সালের ২ অক্টোবর, দুর্গাপুজোর মাঝে বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে দুর্ঘটনাবশত বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মৃত্যু হয় দুই জামাত জঙ্গির। বিস্ফোরণস্থলটি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দেশের বাড়ির থেকে অনতিদূরে অবস্থিত ছিল ৷ এই ঘটনার ফলে পশ্চিমবঙ্গে জঙ্গি জালের বিষয়টি সামনে আসে ৷ এরপরই ঘটনার তদন্ত শুরু করে NIA। ঘটনায় কওসর ছাড়াও নাম উঠে আসে আরেক জামাত নেতার ৷ সেই অভিযুক্ত জঙ্গিনেতা সোহেল মেহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লাকে গত ৮ জুলাই গ্রেফতার করে NIA।
বাংলা খবর/ খবর/কলকাতা/
ধৃত খাগড়াগড় কাণ্ডের অন্যতম চক্রী কওসর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement