বাংলা থেকে কাশ্মীর এবার আরও কাছে, শিয়ালদহ থেকে ছাড়ছে নতুন ট্রেন
Last Updated:
ভূস্বর্গে পৌঁছানো এবার আরও সহজ ৷ এবার শিয়ালদহ থেকে সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস চালু করতে চলছে ভারতীয় রেল৷ সম্প্রতি এমনটাই জানানো হয়েছে রেলের তরফে ৷
#কলকাতা: ভূস্বর্গে পৌঁছানো এবার আরও সহজ ৷ এবার শিয়ালদহ থেকে সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস চালু করতে চলছে ভারতীয় রেল৷ সম্প্রতি এমনটাই জানানো হয়েছে রেলের তরফে ৷ নতুন ট্রেনটির নাম দেওয়া হয়েছে হামসফর সুপারফাস্ট এক্সপ্রেস ৷
জানা গিয়েছে ৯ জুলাই থেকে চালু হবে এই নতুন ট্রেন ৷ জম্মু তাওয়াই স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে ১১ জুলাই ৷ মাঝে আসানসোল, ধানবাদ, গয়া, মুঘলসরাই, বারাণসী, লখনউ-সহ লুধিয়ানা স্টেশনে থামবে ট্রেনটি৷ শিয়ালদহ থেকে বেলা ১:১০টা নাগাদ ট্রেন ছাড়বে ৷ পরের দিন অর্থাৎ ১০ জুলাই সকাল ১১:৩০ ট্রেন পৌঁছবে জম্মু তাওয়াইয়ে ৷ অন্যদিকে জম্মু তাওয়াই থেকে ট্রেন ছাড়বে সকাল ৭:২৫ নাগাদ ৷ পরের দিন বিকেল ৫:৪৫ নাগাদ সেটি শিয়ালদহে পৌঁছবে ৷
advertisement
advertisement
ট্রেনে রয়েছে ১৬টি এসি কোচ ৷ যাত্রী নিরাপত্তা ও উন্নতমানের খাবার জোগানের উপরও গুরুত্ব বাড়ানো হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2018 10:45 AM IST

