New job scam in Bengal: ৬০ পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি! নতুন কেলেঙ্কারি ফাঁস, আদালতে বিস্ফোরক ইডি

Last Updated:

পুরসভাতেও চাকরি বিক্রির এই তথ্য ইডি-র পক্ষ থেকে সিবিআই-কেও জানানো হবে বলে আদালতে জানিয়েছে ইডি৷

অয়ন শীলের সূত্রেই নতুন কেলেঙ্কারির খোঁজ পেল ইডি।
অয়ন শীলের সূত্রেই নতুন কেলেঙ্কারির খোঁজ পেল ইডি।
কলকাতা: শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এবার পুরসভায় নিয়োগে বড়সড় চাকরি দুর্নীতির খোঁজ পেল ইডি। রাজ্যের অন্তত ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি হয়েছে বলে এ দিন আদালতে দাবি করেছে ইডি৷ এই নিয়োগ কেলেঙ্কারিতে অন্তত ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে বলেও অভিযোগ ইডি-র৷
শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলকে এ দিন ভোররাতে গ্রেফতার করে ইডি৷ তার মাধ্যমেই পুরসভায় নিয়োগ দুর্নীতির এই বিস্ফোরক তথ্য ইডি গোয়েন্দাদের হাতে এসেছে। এ দিন আদালতে ইডি-র আইনজীবী দাবি করেন, শুধু শিক্ষক নয়, রাজ্যে শ্রমিক থেকে  টাইপিস্ট নিয়োগে দুর্নীতি হয়েছে বলে আদালতে অভিযোগ করা হয়েছে ইডি-র পক্ষ থেকে।
advertisement
অয়ন শীলকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে এ দিন ইডি-র আইনজীবী আদালতে বলেন, শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করেছিলেন তারা৷ কিন্তু তদন্তে নেমে দেখা যাচ্ছে, রাজ্য সরকারের সব দফতরেই নিয়োগে দুর্নীতি হয়েছে৷  ইডির আইনজীবী আরও বলেন, যা পরিস্থিতি, তাতে স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ এসেই রাজ্যকে রক্ষা করতে পারেন!
advertisement
প্রায় ৩৭ ঘণ্টার তল্লাশির পর অয়ন শীলকে গ্রেফতার করেছিল ইডি৷ সেই তল্লাশি অভিযানে অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে রাজ্যের অন্তত ষাটটি পুরসভায় নিয়োগ পরীক্ষার আসল ওএমআর শিট উদ্ধার করেন ইডি আধিকারিকরা৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃতদের বাড়ি থেকে এর আগে ওএমআর শিটের কপি মিলেছিল৷ কিন্তু অয়নের কাছ থেকে আসল ওএমআর শিট দেখে রীতিমতো চমকে গিয়েছেন ইডি কর্তারা৷ শুধু পুরসভার নিয়োগ নয়, অয়নের অফিস থেকে ২০১৪ এবং ২০১২ সালের টেট পরীক্ষার নথিও উদ্ধার হয়েছে৷ ইডি-র আইনজীবীর কথায়, অয়ন শীলের অফিস আসলে সোনার খনি। যে পরিমাণ টাকার লেনদেনের হদিশ তারা অয়ন শীলের সূত্রে পাওয়া গিয়েছে, তা চমকে দেওয়ার মতো বলেই আদালতে দাবি করেছে ইডি।
advertisement
এ দিন আদালতে পেশ করে অয়ন শীলকে ১৪ দিনের জন্য হেফাজতে চায় ইডি৷ আদালতে এ দিন ইডি-র আইনজীবী যা বলেছেন তাতে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের অস্বস্তি নিঃসন্দেহে আরও বাড়বে৷
advertisement
আদালতে এ দিন ইডি-র আইনজীবী দাবি করেছেন, অন্তত ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি হয়েছে এই অয়ন শীলের মাধ্যমে৷ এর জন্য অন্তত ৫০ কোটির লেনদেন হয়েছে বলে অভিযোগ ইডি-র৷ অয়নের অ্যাকাউন্টের নিয়োগ দুর্নীতির ২৫ কোটি টাকা ঢুকেছে বলে অভিযোগ ইডি৷ অয়নকে বিভিন্ন পুরসভার কাজের টেন্ডার পাইয়ে দেওয়া হত বলেও অভিযোগ ইডি-র৷ তাঁর সঙ্গে প্রভাবশালীদের যোগ ছিল বলেও অভিযোগ৷ অয়নের ল্যাপটপ, মোবাইল, ম্যাকবুক থেকে চমকে দেওয়ার মতো তথ্য মিলেছে বলেও আদালতে বিচারককে জানিয়েছেন ইডি-র আইনজীবী৷ অন্তত চার থেকে পাঁচ জন প্রভাবশালীর সঙ্গে অয়নের যোগ ছিল বলে দাবি ইডি-র।
advertisement
পুরসভাতেও চাকরি বিক্রির এই তথ্য ইডি-র পক্ষ থেকে সিবিআই-কেও জানানো হবে বলে আদালতে জানিয়েছে ইডি৷ ইডি-র আইনজীবীর দাবি, গোটা রাজ্য জুড়ে চাকরি বিক্রির এই চক্র ছড়িয়ে রয়েছে৷
ইডি আদালতে জমা দেওয়া নথিতে দাবি করেছে, এখনও পর্যন্ত দক্ষিণ দমদম, উত্তর দমদম, পানিহাটি, কামারহাটি এবং বরানগর পুরসভায় চাকরি বিক্রি হয়েছে বলে তারা জানতে পেরেছেন৷ সবমিলিয়ে রাজ্যের প্রায় ৬০টি পুরসভা এই তালিকায় রয়েছে৷ ২০১৪-১৫ সাল থেকে অয়ন শীল পুরসভায় এই চাকরি বিক্রির কারবার চালাচ্ছিলেন বলে ইডি-র দাবি৷ ঠিক যেভাবে শিক্ষা দফতরে নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিটে কারচুপি করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল, ঠিক একই ভাবে পুরসভাতেও ওএমআর শিটে কারচুপি করে চাকরি বিক্রি হয়েছিল৷ যদিও অয়ন শীলের আইনজীবী দাবি করেছেন, অয়ন শীলের সংস্থাকে রাজ্যের বেশ কিছু পুরসভার নিয়োগ পরীক্ষার ওএমআর শিট তৈরির বরাত দিয়েছিল রাজ্য সরকার৷ টেন্ডারের মাধ্যমেই এই বরাত পেয়েছিল অয়নের সংস্থা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
New job scam in Bengal: ৬০ পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি! নতুন কেলেঙ্কারি ফাঁস, আদালতে বিস্ফোরক ইডি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement