Duplicate Glue: ডুপ্লিকেট আঠায় ছেয়ে গিয়েছে বাজার! এবার অভিযানে নামল পুলিশ, ৪ দোকানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Duplicate Glue: জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট সংস্থার আঠা ডুপ্লিকেট হিসেবে বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছিল। এবার অভিযান চালাল পুলিশ।
বংশীহারী, দক্ষিণ দিনাজপুর, সুজন সূত্রধরঃ ডুপ্লিকেট আঠার বিরুদ্ধে এবার অভিযান চালাল পুলিশ। এই ঘটনায় প্রায় ১৫০০ ডুপ্লিকেট আটা উদ্ধার হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে ঘটনাটি ঘটেছে। সেই সঙ্গেই চারটি দোকানের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগও দায়ের করা হয়।
এদিন বুনিয়াদপুর পুরসভা এলাকায় ডুপ্লিকেট আঠার বিরুদ্ধে অভিযানে নামে একটি কোম্পানি সহ পুলিশের দল। এহেন ঘটনায় এলাকার ব্যবসায়ী মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এই অভিযানে ১৫০০ ডুপ্লিকেট আঠা উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সহ বংশীহারী থানার পুলিশ।
আরও পড়ুনঃ বর্ধমানে শীত জমে ক্ষীর! শুরু হচ্ছে খাল-বিল পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব, অটুট ২৫ বছরের ঐতিহ্য
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট সংস্থার আঠা ডুপ্লিকেট হিসেবে বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছিল। সেই কারণে সংশ্লিষ্ট কোম্পানির লোকজন ডুপ্লিকেট আঠার বিরুদ্ধে অভিযান চালানোর জন্য দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তালকে অভিযোগ জানায়।
advertisement
advertisement
সেই অভিযোগের ভিত্তিতে এদিনের এই অভিযান। মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক শুভতোষ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী বুনিয়াদপুর এলাকার ৪টি দোকানে অভিযান চালায়। সেই অভিযান চালিয়ে মোট ১৫০০ প্যাকেট ডুপ্লিকেট আঠা উদ্ধার করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে ওই চারটি দোকানের বিরুদ্ধে বংশীহারী থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
Dec 23, 2025 10:05 PM IST










