Pithe Puli Utsav: বর্ধমানে শীত জমে ক্ষীর! শুরু হচ্ছে খাল-বিল পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব, অটুট ২৫ বছরের ঐতিহ্য

Last Updated:

Pithe Puli Utsav: দীর্ঘ ২৫ বছরের ঐতিহ্য বহনকারী এই উৎসব গ্রামীণ সংস্কৃতি, খাদ্য ঐতিহ্য ও জীবিকাভিত্তিক কর্মকাণ্ডের এক অনন্য মিলনক্ষেত্র হিসেবে পরিচিত।

পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব
পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের কোবলার বাঁশদহ ও চাঁদের বিলের পাড়ে খাল-বিল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আগামী ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ২৫তম খাল-বিল পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব। দীর্ঘ ২৫ বছরের ঐতিহ্য বহনকারী এই উৎসব গ্রামীণ সংস্কৃতি, খাদ্য ঐতিহ্য ও জীবিকাভিত্তিক কর্মকাণ্ডের এক অনন্য মিলনক্ষেত্র হিসেবে পরিচিত।
খাল-বিল ও জলাশয়ের মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষে এলাকার মৎস্যজীবীদের আরও বেশি করে উদ্বুদ্ধ করতে এই বছর নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। উৎসবে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে পেন কালচারের ব্যবহার ও মৎস্যচাষে এর গুরুত্ব। এর মাধ্যমে খাল-বিল ও জলাশয়কে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে মাছ উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের আর্থিক উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ এক ছাদের তলায় সাংসদ থেকে বিধায়ক! পশ্চিম বর্ধমানে হয়ে গেল গুরুত্বপূর্ণ বৈঠক, জেলাবাসীর জন্য বড় খবর
উল্লেখযোগ্য বিষয় হল, প্রায় ২৫ বছর আগে এই উৎসবের সূচনালগ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাল-বিল ও জলাশয় সংরক্ষণের বার্তা তুলে ধরে নিজের স্বরচিত একটি কবিতা উৎসবের জন্য উপহার দিয়েছিলেন, “খাল-বিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলা কন্যা, ওঁদের সবাই যত্ন করো, ওঁরা আমাদের অনন্যা।”
advertisement
advertisement
উৎসবকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মেলার প্রধান উদ্যোক্তা তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি জানান, এই উৎসব শুধু লোকসংস্কৃতি ও পিঠেপুলির মতো গ্রামীণ খাদ্য ঐতিহ্যকে তুলে ধরার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গ্রামীণ অর্থনীতির বিকাশ, মৎস্যচাষ ও প্রাণী পালনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
advertisement
এদিনই বিকেলে পূর্বস্থলী–১ ব্লকের বড় কোবলা এলাকায় উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি সমুদ্রগড় পঞ্চায়েতের সাধুর আশ্রম থেকে শুরু হয়ে বড় কোবলা কচুরিপানা শিল্প পর্যন্ত অগ্রসর হয়। গ্রামীণ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের নানা রঙে রাঙানো এই শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষ। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, জেলা পরিষদের সদস্য অপর্ণা মুন্সি, সহ বিশিষ্টজনেরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pithe Puli Utsav: বর্ধমানে শীত জমে ক্ষীর! শুরু হচ্ছে খাল-বিল পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব, অটুট ২৫ বছরের ঐতিহ্য
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement