Calcutta High Court || প্রাক্তন শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিবের নাম করে তোলার অভিযোগ, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নতুন নাম 'নতুন রঞ্জন'

Last Updated:

Calcutta High Court || হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুক্রবার বিকেল তিনটের সময় এই মামলার শুনানি।

কলকাতা : প্রাইমারি নিয়োগ দুর্নীতির অভিযোগে নতুন মামলা আদালতে। এবার অভিযোগ, এক প্রাথমিক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য এবং দিব্যেন্দু বিশ্বাসের ঘনিষ্ঠ বলে নিজের পরিচয় দিতেন এই ব্যক্তি। নতুন রঞ্জন নামেই পরিচিত এই ব্যক্তি। অভিযোগ তুলেছেন মামলাকারী সুপর্না দাস। তিনি সুমন চট্টোপাধ্যায় নামে নদিয়ার এক প্রাইমারি স্কুল শিক্ষক। শুধু টাকা নয়, তিনি সোনাও নিতেন বলে অভিযোগ। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুক্রবার বিকেল তিনটের সময় এই মামলার শুনানি।
দুর্নীতি মামলায় গ্রেফতার দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। বৃহস্পতিবার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''বিপুল পরিমাণ টাকা যা উদ্ধার হয়েছে তার উৎস কী? মোদি বলেছিলেন কালো টাকা উদ্ধার হয়েছে সব। আমি কাউকে ডিফেন্ড করছি না। যদি কেউ অন্যায় করে থাকে৷ অবিচার হয়ে থাকে। তাহলে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে না। মমতা বন্দোপাধ্যায় যা বলেছিলেন আজ তা তিনি করে দেখিয়েছেন। অর্থ রোজগারের মেকানিজম হলে দল সমর্থন করবে না।''
advertisement
advertisement
শিল্প, তথ্য প্রযুক্তি, পরিষদীয় দফতর, এই তিন দফতর থেকেই অপসারণ করা হয়েছে ইডি হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে৷ মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে পার্থবাবুর কাছে যে দফতরগুলি ছিল, তার দায়িত্বে আপাতত থাকছেন তিনিই৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ''পার্থদার কাছে যে যে দফতরগুলি ছিল, সেগুলি আপাতত আমার কাছে আসছে। হয়ত কিছুই করব না, কিন্তু যেহেতু যতক্ষণ নতুন করে মন্ত্রিসভা গঠন না করছি... তাই পার্থদাকে রেহাই দিয়েছি। এই দফতরগুলো আমার কাছে এসেছে।'' এর পরই নবান্নে যে ঘরে বসতেন পার্থবাবু সেখান থেকে তাঁর নেম প্লেট খুলে ফেলা হয়৷
advertisement
 এর মধ্যেএই পরিস্থিতির মধ্যেই এবার রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে  দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই ফোনে কথা বলেন অভিষেক, সোমবার সাক্ষাতের কথা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court || প্রাক্তন শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিবের নাম করে তোলার অভিযোগ, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নতুন নাম 'নতুন রঞ্জন'
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement