Nawsad Siddique to boycott presidential polls: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন না, রাজ্যের প্রথম বিধায়ক হিসেবে ঘোষণা নওশাদের

Last Updated:

বিরোধীদের জোটে সিপিএম তথা বামেরাও রয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ভাঙরের বিধায়ক সেই জোটের সমর্থনেই এ রাজ্য থেকে বিধায়ক নির্বাচিত হন।

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি৷
ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি৷
#কলকাতা: প্রকাশ্যে ঘোষণা করে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকতে চলেছেন রাজ্যেরই এক বিধায়ক। রাজ্যের একমাত্র বিধায়ক হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ প্রথমবার বিধায়ক হয়েই কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন নওশাদ৷
বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে। অন্যদিকে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। এই দু' জনের কাউকেই ভোট দেবেন না নওশাদ সিদ্দিকি।
advertisement
বিরোধীদের জোটে সিপিএম তথা বামেরাও রয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ভাঙরের বিধায়ক সেই জোটের সমর্থনেই এ রাজ্য থেকে বিধায়ক নির্বাচিত হন। অথচ বাম জোটে থেকেও বামেদের সমর্থন প্রাপ্ত  যশবন্ত সিনহাকে সমর্থন জানানোর কোনও প্রশ্নই নেই বলে সাফ জানিয়ে দিলেন নওসাদ। তবে কি এনডিএ পদপ্রার্থীকে সমর্থন? সেই সম্ভাবনাও খারিজ করেছেন ভাঙড়ের বিধায়ক।
advertisement
রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর ভোটদানে বিরত থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিধায়ক নওশাদ জানান,' গুজরাতের হিংসার পরেও যশবন্ত সিনহা সেই সময় নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে ছিলেন। আর বিজেপিকে রাজনৈতিক কারণেই সমর্থনের প্রশ্নই ওঠে না। পাশাপাশি আমরা মনে করি যে, শুধুমাত্র দ্রৌপদী মুর্মুই নন, বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাও বিজেপিরই  রাষ্ট্রপতি পদপ্রার্থী। তাই কাউকেই সমর্থন নয়।'
advertisement
স্বাভাবিকভাবেই  নওশাদই বাংলা থেকে একমাত্র বিধায়ক  যিনি ভোট বয়কটের ডাক দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ না নেওয়ার কথা ঘোষণা করলেন। নির্বাচনে অংশ না নেওয়ার কথা স্পষ্ট করে দিয়ে নিউজ এইট্টিন বাংলাকে এক সাক্ষাৎকারে নওশাদ সিদ্দিকি বলেন, 'দ্রৌপদী মুর্মু হোক অথবা যশবন্ত সিনহারা যেদিনই বিধানসভায় তাঁদের সমর্থনের আবেদন জানাতে আসুন না কেন, আমি সেদিন বিধানসভায় যাব না। এটা আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত।'
advertisement
যদিও আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়কের সিদ্ধান্ত প্রসঙ্গে গেরুয়া শিবিরের বক্তব্য, 'একজন বিধায়ক ভোট দিলেন বা না দিলেন তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের প্রার্থী দ্রৌপদী মুর্মুর রেকর্ড ভোটে জয়লাভ করবেন'। আর শাসক দল তৃণমূল বলছে, 'অন্য রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই''।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nawsad Siddique to boycott presidential polls: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন না, রাজ্যের প্রথম বিধায়ক হিসেবে ঘোষণা নওশাদের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement