TMC delegation at Raj Bhavan: ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে, রাজ্যপালের কাছে তৃণমূল! পাল্টা উদ্বেগ জানালেন ধনখড়ও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন বিকেলে ফের রাজ ভবনে যান ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদার, কুণাল ঘোষ, তাপস রায়, সাজদা আহমেদ, শশী পাঁজা, মালা রায় এবং নয়না বন্দ্যোপাধ্যাযরা৷
#কলকাতা: মুখ্যমন্ত্রীর উদ্দেশে করা কুরুচিকর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে৷ এ দিন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে এমনই দাবি জানালো তৃণমূলের প্রতিনিধি দল৷ ব্রাত্য বসুর নেতৃত্বে এই প্রতিনিধি দলে সাংসদ, বিধায়ক সহ মোট আট জন তৃণমূল নেতা ছিলেন৷
কয়েকদিন আগেই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল তৃণমূল৷ এ দিন বিকেলে ফের রাজ ভবনে যান ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদার, কুণাল ঘোষ, তাপস রায়, সাজদা আহমেদ, শশী পাঁজা, মালা রায় এবং নয়না বন্দ্যোপাধ্যাযরা৷ এক ঘণ্টারও বেশি সময় ধরে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন তাঁরা৷
advertisement
advertisement
বৈঠক থেকে বেরিয়ে কুণাল ঘোষ দাবি করেন, 'রাজ্যপাল পদের প্রতি তৃণমূল যে আস্থা রাখে, সেটা বোঝাতেই আমরা এখানে এসেছি৷ রাজ্যপালকে প্রমাণ করতে হবে যে উনি বিজেপি-র মুখপাত্র নন৷ উনি সবার রাজ্যপাল৷ দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তা নিয়ে রাজ্যপালের কী মতামত, তা জনসমক্ষে আসা উচিত৷ দিলীপ ঘোষ বিগত দিনেও মা দূর্গা নিয়ে বলেছেন। প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে।রাজ্যপাল হিসেবে উনি নিজের মতামত জানাতে পারেন। আমরা কথা বলেছি।'
advertisement
আরও পড়ুন: "৩০ হাজার চাকরি রেডি..." সুখবর দিলেন মমতা! কেন্দ্রের বিরুদ্ধে 'ব্লক' করার বিস্ফোরক অভিযোগ
অতীতে বার বারই রাজ্যপালকে বিজেপি-র মুখপাত্র বলে কটাক্ষ করেছে তৃণমূল৷ এ দিনও কুণাল ঘোষ বলেন, 'আমরা প্রতিষ্ঠা করতে চাই রাজ্যপাল বিজেপির-ও না, তৃণমূলেরও না৷ আমরা একাধিক বিষয়েও কথা বলেছি আজকে। দেখি রাজ্যপাল কী ব্যবস্থা গ্রহণ করেন। উনি তো বিজেপির পৃষ্ঠপোষক৷ আমরা রাজ্যপাল পদের কাছে এসেছি৷'
advertisement
তৃণমূল নেতাদের সঙ্গে সাক্ষাতের পর ট্যুইট করেন রাজ্যপালও৷ সেই ট্যুইটে আবার রাজ্যপাল দাবি করেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা অবমাননকর মন্তব্যের বিষয়টি তিনি বিবেচনা করে দেখবেন৷ আবার ওই পোস্টেই রাজ্যপাল জানিয়েছেন, পাল্টা তৃণমূল নেতাদের কাছেই তিনি রাজ্যে সাংবিধানিক সীমালঙ্ঘন, মানবাধিকার হরণ এবং জনস্বার্থে সমন্বয় রেখে কাজ করার মতো বিষয়গুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2022 7:45 PM IST