TMC delegation at Raj Bhavan: ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে, রাজ্যপালের কাছে তৃণমূল! পাল্টা উদ্বেগ জানালেন ধনখড়ও

Last Updated:

এ দিন বিকেলে ফের রাজ ভবনে যান ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদার, কুণাল ঘোষ, তাপস রায়, সাজদা আহমেদ, শশী পাঁজা, মালা রায় এবং নয়না বন্দ্যোপাধ্যাযরা৷

রাজ ভবনে তৃণমূল৷
রাজ ভবনে তৃণমূল৷
#কলকাতা: মুখ্যমন্ত্রীর উদ্দেশে করা কুরুচিকর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে৷ এ দিন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে এমনই দাবি জানালো তৃণমূলের প্রতিনিধি দল৷ ব্রাত্য বসুর নেতৃত্বে এই প্রতিনিধি দলে সাংসদ, বিধায়ক সহ মোট আট জন তৃণমূল নেতা ছিলেন৷
কয়েকদিন আগেই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল তৃণমূল৷ এ দিন বিকেলে ফের রাজ ভবনে যান ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদার, কুণাল ঘোষ, তাপস রায়, সাজদা আহমেদ, শশী পাঁজা, মালা রায় এবং নয়না বন্দ্যোপাধ্যাযরা৷ এক ঘণ্টারও বেশি সময় ধরে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন তাঁরা৷
advertisement
advertisement
বৈঠক থেকে বেরিয়ে কুণাল ঘোষ দাবি করেন, 'রাজ্যপাল পদের প্রতি তৃণমূল যে আস্থা রাখে, সেটা বোঝাতেই আমরা এখানে এসেছি৷ রাজ্যপালকে প্রমাণ করতে হবে যে উনি বিজেপি-র মুখপাত্র নন৷ উনি সবার রাজ্যপাল৷ দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তা নিয়ে রাজ্যপালের কী মতামত, তা জনসমক্ষে আসা উচিত৷ দিলীপ ঘোষ বিগত দিনেও মা দূর্গা নিয়ে বলেছেন। প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে।রাজ্যপাল হিসেবে উনি নিজের মতামত জানাতে পারেন। আমরা কথা বলেছি।'
advertisement
অতীতে বার বারই রাজ্যপালকে বিজেপি-র মুখপাত্র বলে কটাক্ষ করেছে তৃণমূল৷ এ দিনও কুণাল ঘোষ বলেন, 'আমরা প্রতিষ্ঠা করতে চাই রাজ্যপাল বিজেপির-ও না, তৃণমূলেরও না৷ আমরা একাধিক বিষয়েও কথা বলেছি আজকে। দেখি রাজ্যপাল কী ব্যবস্থা গ্রহণ করেন। উনি তো বিজেপির পৃষ্ঠপোষক৷ আমরা রাজ্যপাল পদের কাছে এসেছি৷'
advertisement
তৃণমূল নেতাদের সঙ্গে সাক্ষাতের পর ট্যুইট করেন রাজ্যপালও৷ সেই ট্যুইটে আবার রাজ্যপাল দাবি করেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা অবমাননকর মন্তব্যের বিষয়টি তিনি বিবেচনা করে দেখবেন৷ আবার ওই পোস্টেই রাজ্যপাল জানিয়েছেন, পাল্টা তৃণমূল নেতাদের কাছেই তিনি রাজ্যে সাংবিধানিক সীমালঙ্ঘন, মানবাধিকার হরণ এবং জনস্বার্থে সমন্বয় রেখে কাজ করার মতো বিষয়গুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC delegation at Raj Bhavan: ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে, রাজ্যপালের কাছে তৃণমূল! পাল্টা উদ্বেগ জানালেন ধনখড়ও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement