Narkeldanga Fire: পুড়ে ছাই কারও বিয়ের জমানো টাকা-গয়না, কারও অ্যাডমিট কার্ড... বস্তিজুড়ে কান্না, হাহাকার
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Susmita Mondal
Last Updated:
বিয়ের জন্য বানানো গয়না, জমানো টাকা সবই শেষ! মাথায় হাত পরিবারের। কী করে কী করবেন কিছুই বুঝতে পারছেন না তাঁরা।
কলকাতা: দু’মাস বাদেই মেয়ের বিয়ে রাবেয়া বিবি ও মহম্মদ সালেকের। প্রস্তুতি সারা হয়েছিল আগেই। কিন্তু গতকাল রাতের আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গেল সব। বিয়ের জন্য বানানো গয়না, জমানো টাকা সবই শেষ! মাথায় হাত পরিবারের। কী করে কী করবেন কিছুই বুঝতে পারছেন না তাঁরা।
এই বস্তিতেই পরিবার নিয়ে থাকতেন সালমা খাতুন। শনিবার রাতের খাওয়া শেষ করে বাইরে বেরোতেই দেখেন দাউদাউ করে জ্বলছে চারদিক। শুধুমাত্র বাচ্চা এবং প্রিয়জন ছাড়া আর কিছুই নিয়ে বেরোতে পারেননি। নারকেলডাঙা লাগোয়া মমিন হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী সালমা খাতুনের বোন চাঁদনী খাতুন। সেও থাকতো একই বাড়িতে। কয়েকদিন বাদেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে চাঁদনী। কিন্তু পাঠ্য বই থেকে অ্যাডমিট কার্ড পুড়ে ছাই সবই। কীভাবে পরীক্ষা দেবে, কীভাবেই বা পড়াশোনা চলবে? চিন্তায় পরিবার।
advertisement
advertisement
শনিবার রাতে নারকেলডাঙায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয় বস্তি এলাকার অন্তত ৪০ টি ঝুপড়ি। রাত ১০ টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বিস্তীর্ণ ঘিঞ্জি এলাকা। ভোর চারটের সময় দমকলের ১৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে মৃত্যু হয় প্রৌঢ়ের। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬ টি ইঞ্জিন।
advertisement
সূত্রের খবর, রাস্তার ধারে থাকা একটি পিকআপ ভ্যান এবং ট্রাকেও আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে সে দু’টি গাড়ি। স্থানীয়দের নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়। জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের।
আরও পড়ুন : প্রেমের সপ্তাহে বিয়ের আসর থেকেই শ্রীঘরে! ভালবাসার টানে ভারতে এসে গ্রেফতার বাংলাদেশি যুবক
দমলকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেন স্থানীয়রাও। সিভিল ডিফেন্সের টিমও আগুন নেভানোর কাজ হাত লাগান। অগ্নিকাণ্ডের জেরে শীতের রাতে গৃহহীন হন বস্তির বহু বাসিন্দা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 09, 2025 9:14 AM IST