Bangladeshi Arrested: প্রেমের সপ্তাহে বিয়ের আসর থেকেই শ্রীঘরে! ভালবাসার টানে ভারতে এসে গ্রেফতার বাংলাদেশি যুবক
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Bangladeshi Arrested: পরবর্তীতে নাবালিকার পরিবার শিলিগুড়ির চম্পাশারি এলাকায় এসে বসবাস শুরু করে। অবশ্য তাতে প্রেমের সম্পর্কে একটুও চিড় ধরেনি।
বিশ্বজিৎ মিশ্র, ফাঁসিদেওয়া : ভালবাসার টানে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি দিয়েও শেষ রক্ষা হল না। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও ভারতে থাকার অভিযোগ গ্রেফতার যুবক। এই ঘটনা ফাঁসিদেওয়ার পেটকি এলাকার। জানা গিয়েছে বাংলাদেশের ঠাকুরগাঁও এলাকায় উজ্জ্বল বর্মনের সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে তাঁর প্রতিবেশী এক মেয়ের সঙ্গে। পরবর্তীতে নাবালিকার পরিবার শিলিগুড়ির চম্পাশারি এলাকায় এসে বসবাস শুরু করে। অবশ্য তাতে প্রেমের সম্পর্কে একটুও চিড় ধরেনি।
গত আগস্ট মাসে বৈধ পাসপোর্ট ও ভিসা করে নিয়ে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে বাংলাদেশের ওই যুবক। আশ্রয় নেয় ফাঁসিদেওয়ার পেটকির বাসিন্দা তাঁর কাকা সুনীল সিংহের বাড়িতে। ইতিমধ্যেই নভেম্বর মাসে যুবকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ভালবাসার টান এতটাই ছিল যে প্রেমিকাকে ছেড়ে বাংলাদেশে ফিরে যায়নি উজ্জ্বল বর্মণ। শুক্রবার, ভ্যালেন্টাইন্স সপ্তাহের প্রথমে গোলাপ দিবসেই দুই পরিবারের সহমতের ভিত্তিতে তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন : সিঙ্গলরা প্রেমে পড়বেন! আপনার ডাকে সাড়া দেবে মনের মানুষ! ভ্যালেন্টাইন্স ডে-তে ৫ রাশির প্রেমজীবনে ফুটবে রোম্যান্সের ফুল
কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে বিয়ের আসরে হানা দেয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও অবৈধ ভাবে ভারতে থাকার অভিযোগে গ্রেফতার করা হয় যুবককে। প্রেমের সপ্তাহে প্রোপোজ ডে-তে এই ঘটনায় দুই পরিবারের সকলেই বিমর্ষ। শনিবার শিলিগুড়ি মহকুমা তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 08, 2025 11:30 PM IST








