নারকেলডাঙ্গায় যুবতী খুনে পুলিশের নজরে এবার মৃতা তরুণীর ভাই! নেপথ্যে সম্পর্ক নিয়ে টানাপড়েন
- Reported by:Amit Sarkar
- Published by:Ratnadeep Ray
Last Updated:
বুধবার দুপুরে নারকেলডাঙ্গার শিবতলা লেনের বাড়ি থেকে অচেতন অবস্থায় পুষ্পা কুমারীকে উদ্ধার করা হয়, সেই ঘটনায় পুলিশের সন্দেহ জড়িত থাকতে পারেন তাঁরই ভাই।
কলকাতা: নারকেলডাঙ্গা যুবতী খুনে এবার পুলিশের নজরে মৃতা তরুণীর ভাই। বুধবার দুপুরে নারকেলডাঙ্গার শিবতলা লেনের বাড়ি থেকে অচেতন অবস্থায় পুষ্পা কুমারীকে উদ্ধার করা হয়, সেই ঘটনায় পুলিশের সন্দেহ জড়িত থাকতে পারেন তাঁরই ভাই।
নিজের বন্ধুর সঙ্গে দিদি পুষ্পার প্রেমের সম্পর্ক ছিল, তা নিয়ে দিদির সঙ্গে সম্পর্ক অবনতি হতে শুরু করে। সূত্রের খবর, দিদিকে একাধিকবার সম্পর্ক ছিন্ন করার জন্য হুমকিও দিয়েছিলেন ভাই, সেই সঙ্গে বন্ধুকেও সম্পর্ক ছিন্ন করতে হুমকি দিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
ওই যুবক মুম্বই থেকে ছুটিতে কলকাতা এসে টের পান তার দিদির সঙ্গে বন্ধুর সম্পর্ক রয়েছে, দিদির ইনস্টাগ্রামেও প্রেম সম্পর্কিত পোস্ট দেখতে পান। তারপরেই দিদিকে শাস্তি দেওয়ার কথা মাথায় আসতে পারে বলে অনুমান তদন্তকারীদের একাংশের।
পুলিশ মনে করছে এর জেরেই দিদিকে খুন করে ভাই পালিয়ে যান। বুধবার দুপুরে পুষ্পার ভাইকে বাড়িতে দেখেছিলেন প্রতিবেশীরা, ওই দিন দুপুরের পর থেকেই পলাতক পুষ্পার ভাই। বুধবার দুপুরে ৩টে নাগাদ নারকেলডাঙ্গার শিবতলা লেনের বাসিন্দা পুষ্পা কুমারীকে ঘর থেকেই উদ্ধার করা হয়। পরে তাকে নীল রতন সরকার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 17, 2026 4:52 PM IST










