Student Death: চার দিন ধরে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার! নরেন্দ্রপুরের পুকুরে মিলল লাশ
- Written by:SHANKU SANTRA
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
অভিযোগ, এর পরে নরেন্দ্রপুর থানায় বারবার অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি৷ পরিবারের অভিযোগ, অপ্রতিমকে খোঁজার বিষয়ে চূড়ান্ত অবহেলা এবং অসহযোগিতা করেছে পুলিশ।
কলকাতা: চার দিন আগে বিয়ের বাড়ি গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং ছাত্র৷ অভিযোগ, বারবার পুলিশকে জানিয়েও লাভ হয়নি কোনও৷ চার দিন পরে, শেষমেশ ওই ছাত্রের দেহ উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুরে৷ জানা গিয়েছে, গত ১ ফেব্রুয়ারি নরেন্দ্রপুর থানার ফরতাবাড়ের চড়কতলা এলাকার একটি বিয়ে বাড়িতে গিয়েছিল অপ্রতিম দাস নামের ওই ছাত্র৷ সেখান থেকে রাত সাড়ে ১১টা নাগাদ খাবার খেতে খেতেই নাকি সে বেরিয়ে যায় তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার৷
অভিযোগ, এর পরে নরেন্দ্রপুর থানায় বারবার অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি৷ পরিবারের অভিযোগ, অপ্রতিমকে খোঁজার বিষয়ে চূড়ান্ত অবহেলা এবং অসহযোগিতা করেছে পুলিশ।
আরও পড়ুন: ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষের অ্যাকাউন্টে টাকা! বড় ঘোষণা করে মমতার হুঙ্কার, ‘আমি অল আউট খেলব!’
চার দিন পেরিয়ে যাওয়ার পরে, অবশেষে আজ, রবিবার ওই বিয়েবাড়ির পিছনের একটি পুকুর থেকে উদ্ধার হয় অপ্রতিমের দেহ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান এলাকারা মহিলারা।
advertisement
advertisement
আ রও পড়ুন: ‘৪০টা আসনও পাবে না!’…মমতার তীব্র কটাক্ষের পরে অবশেষে মুখ খুলল কংগ্রেস! পাল্টা বিস্ফোরক দাবি তৃণমূল নেতার
স্থানীয়দের অভিযোগ, যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা জানানো সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। পুলিশ যদি তৎপর হয়ে যুবকে খোঁজার চেষ্টা করত, তা হলে হয়তো তাঁকে বাঁচানো যেত। বিক্ষোভের মুখে পড়ে দেহ উদ্ধারেও বেগ পেতে হয় পুলিশকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Feb 04, 2024 4:47 PM IST










