Mamata Banerjee: ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষের অ্যাকাউন্টে টাকা! বড় ঘোষণা করে মমতার হুঙ্কার, ‘আমি অল আউট খেলব!’

Last Updated:

মমতা জানান, আগামী ২১ ফেব্রুয়ারি বাংলার ২১ লক্ষ শ্রমিক কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে৷

কলকাতা: কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া টাকা আদায়ের দাবি নিয়ে গত শুক্রবার থেকেই রেড রোডে ধরনা মঞ্চ বেঁধে অবস্থান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ শনিবার ছিল অবস্থান বিক্ষোভের দ্বিতীয় দিন৷ আর এদিনও সেই একই সুরে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে দেখা গেল মমতাকে৷
এদিন ১০০ দিনের কাজের শ্রমিকদের প্রাপ্য পাওনা টাকা নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘গত দু’বছরে আমাদের টাকা দিয়েছে জিরো। আমরা ১৯ লক্ষ শ্রম দিবস করেছি৷ আপনারা আমার কাছে কি আশা করেন? লড়াই? লড়াই তো চলছে। কেন্দ্রীয় সরকার ভাবছে ভাতে মারব। আগামী ২১ ফ্রেব্রুয়ারি রাজ্য সরকার তাদের অ্যাকাউন্টে টাকা দেবে। ব্যাঙ্কে সরাসরি চলে যাবে। এটা আমাদের প্রথম পদক্ষেপ৷ আবাসনেরটা পরে বলব। আমরা ভিক্ষা চাইনা।’’
advertisement
প্রসঙ্গত, তৃণমূলের দাবি,  ১০০ দিনের কাজের বকেয়া মোট টাকার পরিমাণ ৬৯০৭ কোটি টাকা৷ ১০০ দিনের কাজের মোট প্রাপকের সংখ্যা ২১,৭৫,৪৮৭ জন৷  মোট ২৫ মাসের টাকা বকেয়া রেখেছে কেন্দ্রে৷
advertisement
রও পড়ুন: ‘৪০টা আসনও পাবে না!’…মমতার তীব্র কটাক্ষের পরে অবশেষে মুখ খুলল কংগ্রেস! পাল্টা বিস্ফোরক দাবি তৃণমূল নেতার
মমতা জানান, আগামী ২১ ফেব্রুয়ারি বাংলার ২১ লক্ষ শ্রমিক কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে৷
advertisement
ঝাড়খণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারি নিয়েও এদিন মুখ খোলেন মমতা৷ বলেন, ‘‘বিজেপির নিজের কিছু করার ক্ষমতা নেই। ওদের হল বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি। হেমন্ত সোরেনকে গ্রেফতার করল। একটা আদিবাসী নেতা। এখন অরবিন্দ কেজরীওয়ালের পেছনে লেগে আছে।’’
আরও দেখুন: ‘আমার শরীরের নাম মহাশয়’, গায়ে শাল জড়িয়ে রেড রোডে মর্নিং ওয়াক মমতার! আজ ধরনার দ্বিতীয় দিন
সবশেষে মমতার হুঙ্কার, ‘‘আমি অল আউট খেলব। খেলা হবে, জিততে হবে। সব বিরোধী ,সব আঞ্চলিক দল এগিয়ে যেতে হবে।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষের অ্যাকাউন্টে টাকা! বড় ঘোষণা করে মমতার হুঙ্কার, ‘আমি অল আউট খেলব!’
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement