PM Narendra Modi: আজ কল্যাণীর AIIMS-এর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি, তবে উদ্বোধনের আগেই জুড়ে গেল জোরাল বিতর্ক
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
আর পরিবেশ দফতরের ছাড়পত্র নেই বলে রাজ্যের তরফে জানানোর পর পরই প্রেস বিবৃতি জারি করল বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপি প্রেস বিবৃতির মাধ্যমে বলেছে, ‘‘পশ্চিমবঙ্গ সরকার তার রাজনৈতিক স্বার্থের জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ক্ষমতার অপব্যবহার করে এইমস কল্যাণীর মত মহৎ প্রকল্পকে বন্ধ করতে চাইছে অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের মতই।’’
কলকাতা: উদ্বোধনের আগেই বিতর্ক। আজ, রবিবার বেলা ২ টো ৩০ মিনিট নাগাদ কল্যাণীর এইমস-কে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কল্যাণী এইমস উদ্বোধনের সময় সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, স্থানীয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং অন্যান্যেরা৷
আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়ালি উদ্বোধনের ঠিক আগেই এইমস কল্যাণীকে নিয়ে তৈরি হল বিতর্ক। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দাবি করেছে, ‘‘হাসপাতালের পরিবেশগত কোনও ছাড়পত্র নেই।’’ কেন নেই তার ব্যাখ্যা দিয়ে পরিবেশ দফতরের বক্তব্য, ‘‘সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের রায়ের কারণেই এই ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছে না।’’
আর পরিবেশ দফতরের ছাড়পত্র নেই বলে রাজ্যের তরফে জানানোর পর পরই প্রেস বিবৃতি জারি করল বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপি প্রেস বিবৃতির মাধ্যমে বলেছে, ‘‘পশ্চিমবঙ্গ সরকার তার রাজনৈতিক স্বার্থের জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ক্ষমতার অপব্যবহার করে এইমস কল্যাণীর মত মহৎ প্রকল্পকে বন্ধ করতে চাইছে অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের মতই।’’
advertisement
advertisement
আরও পড়ুন: সন্দেশখালির আন্দোলনের ঝাঁঝ এবার কলকাতায়! মহিলাদের সামনে রেখে তিন দিনের লাগাতার কর্মসূচি বিজেপির
বিশেষত, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের পাঁচটি এইমস একত্রে উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গের প্রথম এইমসও উদ্বোধন হবে। বিজেপির কথায়, এর আগে এই বিষয়ে কিছু জানানো হয়নি এবং এখন উদ্বোধনের বিষয়টি সামনে আসতেই এই ধরনের পরিবেশের ছাড়পত্র নেই বলে দাবি করে আসলে পক্ষান্তরে বুঝিয়ে দেয় পশ্চিমবঙ্গ সরকারের ঋণাত্মক অবস্থান।
advertisement
বঙ্গ বিজেপির দাবি, ভারতের বহু এইমস পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে খুব ভালোভাবে কাজ করে চলেছে। কল্যাণী এইমসও পরিবেশ সংক্রান্ত সকল নিয়মাবলি মেনেই কাজ করবে। যেখানে রাজ্য সরকারের উচিত এই ধরনের মহান উদ্যোগকে স্বাগত জানানো সেখানে এই ধরনের বাধা দেওয়ার প্রচেষ্টা সত্যিই নিন্দনীয় বলেও বঙ্গ বিজেপির তরফ এক প্রেস বিবৃতির মাধ্যমে রাজ্য সরকারকে নিশানা করা হয়।
advertisement
আরও পড়ুন:‘আগাম জামিন পেলেই লন্ডনে পালাবে শেখ শাহজাহান,’ আদালতে বিস্ফোরক দাবি ED-র…ব্যাকফুটে তৃণমূল নেতা
বলাবাহুল্য, আজ রবিবার একগুচ্ছ এইমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে গুজরাতের রাজকোট থেকে এইমস রাজকোট, এইমস ভাটিন্ডা, এইমস মঙ্গলগিরি, এইমস রায়বরেলীর পাশাপাশি রয়েছে এইমস কল্যাণীও।
যদিও এইমস কল্যাণী কর্তৃপক্ষ জানাচ্ছে, ‘‘রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে আদালতে একটি মামলা চলছে। আদালত যা রায় দেবে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। নির্দিষ্ট সূচি মেনেই আজ উদ্বোধন হবে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 25, 2024 10:11 AM IST