Sandeshkhali Incident: সন্দেশখালির আন্দোলনের ঝাঁঝ এবার কলকাতায়! মহিলাদের সামনে রেখে তিন দিনের লাগাতার কর্মসূচি বিজেপির

Last Updated:

সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব সন্দেশখালি ইস্যুতে কলকাতায় ধর্না অবস্থানে পর্যায়ক্রমে উপস্থিত থাকবেন বলে খবর। কলকাতায় সন্দেশখালি ইস্যুতে ধর্না অবস্থানে সন্দেশখালির কয়েকজন মহিলা আন্দোলনকারী ও 'নির্যাতিত'কেও হাজির করানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও খবর।

কলকাতা: সন্দেশখালির আন্দোলনের ঝাঁঝ এবার কলকাতায়! লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যুকে হাতছাড়া করতে চাইছে না বঙ্গ পদ্ম শিবির। তাই শুধু এই আন্দোলনকে সন্দেশখালির মধ্যেই সীমাবদ্ধ করে রাখা নয়, রাজ্যজুড়ে প্রচারে নামার পাশাপাশি সন্দেশখালির আন্দোলন এবার কলকাতায় আনতে চলেছে রাজ্য বিজেপি।
শেখ শাহজাহানের গ্রেফতারের দাবি সহ মহিলাদের সঙ্গে নানান অত্যাচারের অভিযোগকে সামনে দেখে কলকাতায় চলতি মাসের ২৬, ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি ধর্না অবস্থানের ডাক দিল রাজ্য বিজেপি। বিজেপি সূত্রের খবর, কলকাতা পুলিশের কাছে ইতিমধ্যেই এ ব্যাপারে গান্ধি মূর্তির পাদদেশে তিন দিন ধর্না কর্মসূচি পালন করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বঙ্গ বিজেপি।
advertisement
আরও পড়ুন:‘আগাম জামিন পেলেই লন্ডনে পালাবে শেখ শাহজাহান,’ আদালতে বিস্ফোরক দাবি ED-র…ব্যাকফুটে তৃণমূল নেতা
সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব সন্দেশখালি ইস্যুতে কলকাতায় ধর্না অবস্থানে পর্যায়ক্রমে উপস্থিত থাকবেন বলে খবর। কলকাতায় সন্দেশখালি ইস্যুতে ধর্না অবস্থানে সন্দেশখালির কয়েকজন মহিলা আন্দোলনকারী ও ‘নির্যাতিত’কেও হাজির করানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও খবর।
advertisement
advertisement
আরও পড়ুন:দেদার তৈরি হচ্ছে নকল ওষুধ, বিকোচ্ছে বাজারে…তা-ও এই ঘরের কাছেই! STF-র অভিযানে ফাঁস বিরাট চক্র
গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালি। নতুন করে দফায় দফায় আন্দোলনের জেরে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি নজরে আসছে। আর এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের আগে শাসক দল তথা সরকারকে চাপে রাখার কৌশল এবং রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে গেরুয়া শিবির বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandeshkhali Incident: সন্দেশখালির আন্দোলনের ঝাঁঝ এবার কলকাতায়! মহিলাদের সামনে রেখে তিন দিনের লাগাতার কর্মসূচি বিজেপির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement