Fake Medicine: দেদার তৈরি হচ্ছে নকল ওষুধ, বিকোচ্ছে বাজারে...তা-ও এই ঘরের কাছেই! STF-র অভিযানে ফাঁস বিরাট চক্র

Last Updated:

গাইঘাটা থানা এলাকা থেকে একটি নকল সিরাপ বোঝাই গাড়ি আটক হয় দিন কয়েক আগে। সেখান থেকে গাড়ির ড্রাইভারকে গ্রেফতার করা হয়। সেই সূত্র ধরে এসটিএফ মগড়ার কারখানার খোঁজ পায়। টাস্ক ফোর্স অভিযান চালিয়ে ছয় হাজার বোতল সিরাপ আটক করে। এসটিএফের ইনস্পেক্টর কার্তিক মোহন ঘোষ, জানকী বাগচি, রাহুল পাণ্ডে ও পিনাকি সরকারের নেতৃত্বে চলে এই অভিযান।

নকল ঔষধ 
নকল ঔষধ 
হুগলি: রমরমিয়ে চলছিল নকল কাফ সিরাপ তৈরির ব্যবসা। একেবারে কারখানা বানিয়ে চলছিল কাজ। শুধু দিনেই নয় রাতেও চলত কাজের শিফট! অবশেষে স্পেশাল টাস্ক ফোর্সের অভিযান পর্দা ফাঁস করল গোটা ঘটনার। ঘটনাটি হুগলির মগড়ার। প্রায় কয়েক লক্ষ টাকার নকল ফেনসিডিল ও ওষুধ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোলবার রাজহাটের বাসিন্দা প্রদীপ বিশ্বাস ১০ মাস আগে বাড়ি তৈরি করেছিলেন। প্রদীপ বর্তমানে আরবে থাকেন। তিনি মাস পাঁচেক আগে বাড়ি ভাড়া দেন বনগাঁর এক ব্যক্তিকে। সেই লোকজন নিয়ে এসে নকল কাফ সিরাপ (ফেনসিডিল) ও ওষুধ তৈরি করছিল। বিখ্যাত ওষুধ কোম্পানির লেবেল নকল করে বটলিং করা হত। সিরাপ তৈরির কাঁচামাল, বটলিং করা, সিল করার মেশিন বাজেয়াপ্ত করা হয়। নকল সিরাপ মূলত বাংলাদেশে পাচার হত বলে জানা গেছে।
advertisement
আরও পড়ুন:‘আগাম জামিন পেলেই লন্ডনে পালাবে শেখ শাহজাহান,’ আদালতে বিস্ফোরক দাবি ED-র…ব্যাকফুটে তৃণমূল নেতা
গাইঘাটা থানা এলাকা থেকে একটি নকল সিরাপ বোঝাই গাড়ি আটক হয় দিন কয়েক আগে। সেখান থেকে গাড়ির ড্রাইভারকে গ্রেফতার করা হয়। সেই সূত্র ধরে এসটিএফ মগড়ার কারখানার খোঁজ পায়। টাস্ক ফোর্স অভিযান চালিয়ে ছয় হাজার বোতল সিরাপ আটক করে। এসটিএফের ইনস্পেক্টর কার্তিক মোহন ঘোষ, জানকী বাগচি, রাহুল পাণ্ডে ও পিনাকি সরকারের নেতৃত্বে চলে এই অভিযান।
advertisement
advertisement
আরও পড়ুন: সন্দেশখালিতে ফের আগুন…বেড়মজুরে মহিলা-পুলিশ খণ্ডযুদ্ধ! গ্রামে গ্রামে ঘুরে পরিস্থিতি সামলানোর চেষ্টায় রাজীব কুমার
পুলিশ সূত্রে খবর, সিমলার এক নামি ওষুধ কোম্পানির লেবেল ব্যবহার করা হত নকল সিরাপ তৈরিতে। হাওড়া থেকে প্লাস্টিকের বোতল ও ছিপি কিনে এনে বোতল জাত করে পেটিতে ভরে পাচার করা হত। এসটিএফ মগরা থানার সহ যোগীতায় গোপনে নজর রাখছিল। কারখানার আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বাড়ির তালা ভেঙে ভিতরে ঢোকে এসটিএফ। এদিন আড়াই লিটার ক্লোরোফর্মও বাজেয়াপ্ত করে পুলিশ।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Fake Medicine: দেদার তৈরি হচ্ছে নকল ওষুধ, বিকোচ্ছে বাজারে...তা-ও এই ঘরের কাছেই! STF-র অভিযানে ফাঁস বিরাট চক্র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement