Covid 19 Vaccination in Bengal: শীর্ষে কলকাতা, ৯ জেলায় দ্বিতীয় ডোজ না নেওয়ার প্রবণতা সর্বাধিক!চিন্তায় নবান্ন

Last Updated:

প্রথম ডোজ (Covid 19 Vaccination) নেওয়ার পর চার মাস কেটে গেলেও কেউ দ্বিতীয় ডোজের টিকা না নিলে সেটি ওভারডিউ হয়ে যায়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: প্রথম ডোজের ভ্যাকসিন নেওয়ার পর কেটে গিয়েছে চার মাস৷ তা সত্ত্বেও দ্বিতীয় ডোজ দেওয়া হয়নি (West Bengal Covid 19)৷ কলকাতা সহ রাজ্যের ৯টি জেলায় এই প্রবণতা ভাবাচ্ছে নবান্নকে৷ সেই জেলাগুলির তালিকা তৈরি করে এবার জেলা প্রশাসনের আধিকারিকদের তৎপর হতে নির্দেশ দিলেন মুখ্যসচিব৷
প্রথম ডোজ (Covid 19 Vaccination) নেওয়ার পর চার মাস কেটে গেলেও কেউ দ্বিতীয় ডোজের টিকা না নিলে সেটি ওভারডিউ হয়ে যায়৷ নবান্ন সূত্রে খবর, রাজ্যের ন'টি জেলায় এই সংখ্যাটা কয়েক লক্ষ৷ যে জেলাগুলিতে এই প্রবণতা সবথেকে বেশি তার মধ্যে রয়েছে কলকাতা, মালদহ, বীরভূম, কোচবিহার, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগণায় নির্দিষ্ট সময়ের পরেও দ্বিতীয় ডোজের টিকা না নেওয়া মানুষের সংখ্যা সবথেকে বেশি৷
advertisement
advertisement
এই তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা৷ সেখানে ওভারডিউ হওয়া ডোজের সংখ্যা ২ লক্ষ ৮২ হাজার৷ অথচ সেখানেই এই মুহূর্তে করোনা পরিস্থিতি সবথেকে খারাপ৷
এর পাশাপাশি মালদহে ওভারডিউ ডোজের সংখ্যা ২ লক্ষ ১৪ হাজার৷ মুর্শিদাবাদে সংখ্যাটা ২ লক্ষ ১০ হাজার৷ অন্যান্য জেলাগুলিতেও সংখ্যাটা ১ লক্ষের বেশি৷
advertisement
মুখ্যসচিব জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দিয়েছেন, অবিলম্বে ওভারডিউ হওয়া ভ্যাকসিনের সংখ্যা কমিয়ে ফেলতে হবে৷ প্রসঙ্গত, সোমবারও করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসক এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যসচিব৷
গত সাত দিনে যে জেলাগুিলতে সবথেকে বেশি করোনা সংক্রমণের হার সবথেকে বেশি, সেই জায়গাগুলিকে চিহ্নিত করে তালিকাও তৈরি করেছে নবান্ন৷ এই জায়গাগুিলতে আরও বেশি কড়া বিধিনিষেধ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে৷ মাস্ক পরার বিষয়েও কড়া নজরদারি চালাতে বলা হয়েছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Covid 19 Vaccination in Bengal: শীর্ষে কলকাতা, ৯ জেলায় দ্বিতীয় ডোজ না নেওয়ার প্রবণতা সর্বাধিক!চিন্তায় নবান্ন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement