ICMR Latest Guidelines: করোনা আক্রান্তের সংস্পর্শে এলেও পরীক্ষা বাধ্যতামূলক নয়, জানালো আইসিএমআর

Last Updated:

হাসপাতালগুলির উদ্দেশেও বলা হয়েছে, পরীক্ষা না হওয়ার অছিলায় কোনও জরুরি চিকিৎসা থামিয়ে রাখা যাবে না (ICMR Latest Guidelines)৷

প্রতীকী ছবি৷ Photo-AP/Rajanish Kakade
প্রতীকী ছবি৷ Photo-AP/Rajanish Kakade
#দিল্লি: করোনা আক্রান্তের (Covid 19) সংস্পর্শে এলেও কোভিড পরীক্ষার প্রয়োজন নেই৷ যদি না সংস্পর্শে আসা ব্যক্তির কো মর্বিডিটি বা বয়সজনিত সমস্যা থাকে অথবা তাঁর এক রাজ্য থেকে অন্যত্র যাওয়ার প্রয়োজন হয়৷ সোমবার এই নতুন নির্দেশিকাই জারি করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর(ICMR Latest Guidelines for Covid 19)৷
নতুন নির্দেশিকায় আরও জানানো হয়েছে, শুধু আরটিপিসিআর নয়, ট্রু ন্যাট, সিবিন্যাট, আরটি- ল্যাম্প, ক্রিস্পার বা আরএটি পদ্ধতিতেও করোনা পরীক্ষা করালে চলবে৷
advertisement
আইসিএমআর-এর নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে, হাসপাতাল বা হোম আইসোলেশনে থাকা করোনা রোগীদের ছুটি বা রোগ মুক্তির পর নতুন করে আর করোনা পরীক্ষার প্রয়োজন নেই৷ তবে যাঁদের কাশি, জ্বর, গলা ব্যথার মতো উপসর্গ থাকবে তাঁদের করোনা পরীক্ষা করাতেই হবে৷
advertisement
একই ভাবে ষাটের উপরে বয়সি প্রবীণ নাগরিক এবং ডায়েবেটিস, হাইপারটেনশন, ফুসফুস বা কিডনির অসুখের মতো কো মর্বিডিটির সমস্যায় ভুগছেন যাঁরা, তাঁদেরকেও পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আইসিএমআর-এর নতুন নির্দেশিকায়৷
হাসপাতালগুলির উদ্দেশেও বলা হয়েছে, পরীক্ষা না হওয়ার অছিলায় কোনও জরুরি চিকিৎসা থামিয়ে রাখা যাবে না৷ পরীক্ষা করানোর জন্য রোগীকে অন্যত্র রেফারও করা চলবে না৷ আইসিএমআর-এর এই ন্রিদেশিকা রাজ্যগুলি পরিস্থিতি এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন করে নিতে পারবে বলেও জানানো হয়েছে৷
advertisement
কেন্দ্রের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ে মোট আক্রান্তের পাঁচ থেকে দশ শতাংশকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হচ্ছে৷ যদিও পরিস্থিতি যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে বলেও রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
ICMR Latest Guidelines: করোনা আক্রান্তের সংস্পর্শে এলেও পরীক্ষা বাধ্যতামূলক নয়, জানালো আইসিএমআর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement