ICMR Latest Guidelines: করোনা আক্রান্তের সংস্পর্শে এলেও পরীক্ষা বাধ্যতামূলক নয়, জানালো আইসিএমআর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
হাসপাতালগুলির উদ্দেশেও বলা হয়েছে, পরীক্ষা না হওয়ার অছিলায় কোনও জরুরি চিকিৎসা থামিয়ে রাখা যাবে না (ICMR Latest Guidelines)৷
#দিল্লি: করোনা আক্রান্তের (Covid 19) সংস্পর্শে এলেও কোভিড পরীক্ষার প্রয়োজন নেই৷ যদি না সংস্পর্শে আসা ব্যক্তির কো মর্বিডিটি বা বয়সজনিত সমস্যা থাকে অথবা তাঁর এক রাজ্য থেকে অন্যত্র যাওয়ার প্রয়োজন হয়৷ সোমবার এই নতুন নির্দেশিকাই জারি করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর(ICMR Latest Guidelines for Covid 19)৷
নতুন নির্দেশিকায় আরও জানানো হয়েছে, শুধু আরটিপিসিআর নয়, ট্রু ন্যাট, সিবিন্যাট, আরটি- ল্যাম্প, ক্রিস্পার বা আরএটি পদ্ধতিতেও করোনা পরীক্ষা করালে চলবে৷
advertisement
আইসিএমআর-এর নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে, হাসপাতাল বা হোম আইসোলেশনে থাকা করোনা রোগীদের ছুটি বা রোগ মুক্তির পর নতুন করে আর করোনা পরীক্ষার প্রয়োজন নেই৷ তবে যাঁদের কাশি, জ্বর, গলা ব্যথার মতো উপসর্গ থাকবে তাঁদের করোনা পরীক্ষা করাতেই হবে৷
advertisement
একই ভাবে ষাটের উপরে বয়সি প্রবীণ নাগরিক এবং ডায়েবেটিস, হাইপারটেনশন, ফুসফুস বা কিডনির অসুখের মতো কো মর্বিডিটির সমস্যায় ভুগছেন যাঁরা, তাঁদেরকেও পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আইসিএমআর-এর নতুন নির্দেশিকায়৷
হাসপাতালগুলির উদ্দেশেও বলা হয়েছে, পরীক্ষা না হওয়ার অছিলায় কোনও জরুরি চিকিৎসা থামিয়ে রাখা যাবে না৷ পরীক্ষা করানোর জন্য রোগীকে অন্যত্র রেফারও করা চলবে না৷ আইসিএমআর-এর এই ন্রিদেশিকা রাজ্যগুলি পরিস্থিতি এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন করে নিতে পারবে বলেও জানানো হয়েছে৷
advertisement
কেন্দ্রের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ে মোট আক্রান্তের পাঁচ থেকে দশ শতাংশকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হচ্ছে৷ যদিও পরিস্থিতি যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে বলেও রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 11, 2022 1:09 AM IST