Nabanna News: ‘বাংলার বাড়ি-পথশ্রী’ প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে, জেলাশাসকদের বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Nabanna News: ‘বাংলার বাড়ি, পথশ্রী প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে। টাকা পেয়েছেন কিন্তু এখনও পর্যন্ত বাড়ি তৈরির কাজ শুরু করেননি জেলাশাসকদের ফের নির্দেশ মুখ্য সচিবের।
কলকাতা: বাংলার বাড়ি, পথশ্রী প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে। টাকা পেয়েছেন কিন্তু এখনও পর্যন্ত বাড়ি তৈরির কাজ শুরু করেননি।
তাদের বাংলার বাড়ির কাজ শুরু করার ব্যাপারে আরও উদ্যোগী হতে হবে। জেলাশাসকদের ফের নির্দেশ মুখ্য সচিবের। গ্রামীণ রাস্তার টেন্ডার দ্রুত শুরু করুন। কোনও কাজ ফেলে রাখা যাবে না। জেলাশাসকদের বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের। আমাদের পাড়া-আমাদের সমাধান কর্মসূচি এর কাজগুলি দ্রুত শেষ করুন। কাজ শেষ করে তার রিপোর্টও পাঠাবেন।
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় আসছে…! বক্রী হচ্ছে গ্রহরাজ বুধ, কর্কট -সহ ৩ রাশির কপালে দুঃখের শেষ নেই, জীবন হবে ‘নরক’
জেলাশাসকদের বৈঠকের নির্দেশ মুখ্য সচিবের বলে নবান্ন সূত্রে খবর। সকাল ১১ টা থেকে দফায় দফায় জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্য সচিবের। বৈঠকে রয়েছেন একাধিক দফতরের সচিব ও।
advertisement
advertisement
আরও পড়ুন-নববর্ষেই বাম্পার ‘জ্যাকপট’…! সূর্য-মঙ্গলের রাজকীয় সংযোগে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড, ভাগ্য চমকাবে মেষ-সহ ৪ রাশির, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
সব প্রকল্পের কাজ শেষ করার সময় নির্দিষ্ট করে দেওয়া হল নবান্নের তরফে। জানুয়ারি মাসের মধ্যে গ্রামীণ রাস্তা, বাংলার বাড়ি আমাদের পাড়া – আমাদের সমাধান প্রকল্পে যা যা কর্মসূচি থাকবে তার সব শেষ করতে হবে। নবান্নের বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের বলেই সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 22, 2025 3:25 PM IST










