Moto E3 Power স্মার্টফোন মাত্র ৪৯৯ টাকায় ? খবরটা কি সত্যি ?

Last Updated:

দিওয়ালি মানেই বাম্পার সেল ! এই সময় আকর্ষণীয় দামে অনেক কিছুই পাওয়া যায় ৷ ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টও দারুণ সেল দিচ্ছে ৷

#কলকাতা: দিওয়ালি মানেই বাম্পার সেল ! এই সময় আকর্ষণীয় দামে অনেক কিছুই পাওয়া যায় ৷  ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টও দারুণ সেল দিচ্ছে ৷ তবে একটা মেসেজ এখন হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়ায় খুব ঘোরাঘুরি করছে ৷ সেটা হল দিওয়ালি বাম্পার সেলের জন্য ‘মোটো ই৩ পাওয়ার’ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র ৪৯৯ টাকায়  !
প্রশ্ন উঠছে ‘মোটো ই৩ পাওয়ার’-এর দাম যেখানে ৮ হাজার টাকা ৷ সেখানে এত কম টাকায় কী করে পাওয়া যাচ্ছে ? একটা ফোনে ৯৪ শতাংশ ছাড় কোনও ই-কমার্স সংস্থাই দিতে পারে না ৷ তাই আসল কথাটা কী ? জানিয়েছে ফ্লিপকার্টই ৷ ৪৯৯ টাকায় ‘মোটো ই৩ পাওয়ার’ বিক্রির কথা অস্বীকার করেছে ফ্লিপকার্ট। তাদের সাফ জবাব, মোটো ই ৩ পাওয়ার ফোনটি বিক্রি করা হচ্ছে ৭৯৯৯ টাকায়।  সেকথা দিওয়ালি বাম্পার সেলের অফার জোনে লেখাও আছে বলে জানায় ফ্লিপকার্ট। অর্থাৎ এই ধরনের মেসেজ কোনও প্রতারক চক্রের পাঠানো বলেই মনে করা হচ্ছে।
advertisement
হোয়াটসঅ্যাপের মেসেজে ফ্লিপকার্টের মতো দেখতেই একটা পেজ খুলে যাচ্ছে ৷ আর এই অফার পেতে হলে অন্তত আটটি গ্রুপে এই মেসেজ শেয়ার করতে হবে ৷ এই শর্ত চাপানোর পরেই সবার মনে খটকা লেগেছিল ৷ শেষপর্যন্ত সত্যিটা জানা গিয়েছে ৷ এই মেসেজ যে ভুয়ো , এরকম কোনও অফার যে ফ্লিপকার্ট দিচ্ছে না , সেটা এখন স্পষ্ট ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Moto E3 Power স্মার্টফোন মাত্র ৪৯৯ টাকায় ? খবরটা কি সত্যি ?
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement