'আমাদের চুপ করানো যাবে না' উনপঞ্চাশ জনকে রাষ্ট্রদ্রোহী বলায় এবার সরব একশো আশি জন

Last Updated:

মাস তিনেক আগে অসহিষ্ণুতা, গণপিটুনির মত বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দেন দেশের উনপঞ্চাশজন বিশিষ্ট।

#কলকাতা: উনপঞ্চাশ জনকে রাষ্ট্রদ্রোহী বলায় এবার সরব একশো আশি জন। তাঁদের চুপ করানো যাবে না। অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে সরব নাসিরুদ্দিন শাহ, রোমিলা থাপার-সহ একশো আশি বিশিষ্টজন। মাস তিনেক আগে অসহিষ্ণুতা, গণপিটুনির মত বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দেন দেশের উনপঞ্চাশজন বিশিষ্ট। তালিকায় আরও অনেকের সঙ্গে নাম ছিল শ্যাম বেনেগাল, অনুরাগ কাশ্যপ, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেনের।
বিহারের এক আইনজীবীর অভিযোগের ভিত্তিতে চিঠিতে সাক্ষরকারদের বিরুদ্ধে এফআইআর করা হয়। রাষ্ট্রদ্রোহিতা, অস্থিরতা তৈরি, ধর্মীয় ভাবাবেগে আঘাত, শান্তি বিঘ্নিত করা-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়। তাই নিয়ে সরব অভিনেতা নাসিরুদ্ধিন শাহ, রোমিলা থাপার-সহ একশো আশিজন বিশিষ্ট। তাঁদের প্রশ্ন, প্রধানমন্ত্রীকে লেখা খোলা চিঠি কি করে রাষ্ট্রদ্রোহ হতে পারে। তাঁদের বক্তব্য, মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করতে আইনের অপব্যবহার করা হচ্ছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আমাদের চুপ করানো যাবে না' উনপঞ্চাশ জনকে রাষ্ট্রদ্রোহী বলায় এবার সরব একশো আশি জন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement