নতুন স্পনসর কি পেল মোহনবাগান ?

Last Updated:

আই লিগে মোহনবাগানের স্পনসর হতে পারে চেন্নাইয়ের এক কোম্পানি।

#কলকাতা: আই লিগে মোহনবাগানের স্পনসর হতে পারে চেন্নাইয়ের এক কোম্পানি। ময়দানের খবর, দক্ষিণের এই খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থার সঙ্গেই কথা বলছেন বাগান কর্তারা। তবে সচিব অঞ্জন মিত্রের আশ্বাস, জট কাটিয়ে আই লিগের আগেই নতুন স্পনসর আসবে।
দিন কয়েক আগে ইটিভি নিউজ বাংলার কাছে মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত দাবি করেছিলেন আই লিগের আগে সবুজ-মেরুন জার্সিতে উঠবে নতুন লোগো। কিন্তু কারা আসছেন, কত টাকা দিচ্ছেন তা অবশ্য খোলসা করেননি তিনি। ময়দানের খবর, চেন্নাইয়ের এক খাদ্যপ্রক্রিয়াকরণ কোম্পানি সম্ভবত আসছে বাগানের স্পনসর হয়ে। ইতিমধ্যেই বেশ কয়েক দফায় ওই কোম্পানির সঙ্গে কথা হয়েছে বাগান কর্তাদের। এই সংস্থার হাত ধরেই ভারতে সম্প্রতি ফুটসল খেলতে এসেছিলেন ব্রাজিলীয় তারকা রোনাল্ডিনহো। একইসঙ্গে অবশ্য খবর, চুক্তির বেশ কয়েকটি ধারা নিয়ে এখনও টানাপোড়েন চলছে। যা কাটতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই।
advertisement
নিজেদের মাঠ, বাকেট চেয়ার, ফ্লাডলাইট। এসবের পরেও মোহনবাগানের আক্ষেপ ঘরের মাঠে আই লিগে ম্যাচ না করতে পারার। সচিবের দাবি, এই বছরেও নিজেদের মাঠ ছেড়ে চেয়ে থাকতে হবে ফেডারেশনের ঠিক করা মাঠের দিকেই।
advertisement
এদিকে দিল্লির বৈঠক পিছিয়ে যেতেই দোলাচালে কলকাতার ক্লাবগুলি। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আই লিগ শুরু হওয়ার কথা। কিন্তু কত দলের টুর্নামেন্ট হবে, তা এখনও ঠিক নয়। ফেডারেশন কর্তাদের এই উদাসীনতাকেই এবার কাঠগড়ায় তুললেন বাগান সচিব অঞ্জন মিত্র। তাঁর অভিযোগ, এই কর্তাদের হাতেই ঐতিহ্য হারাচ্ছে ভারতীয় ফুটবল। ডেম্পো-স্পোর্টিংদের নাম প্রত্যাহারে ক্ষুব্ধ বাগান সচিব অঞ্জন মিত্র।
advertisement
আই লিগ না আইএসএল ? কোন পথে ভারতীয় ফুটবল। এই প্রশ্নের উত্তরে মোহনবাগান সচিব অঞ্জন মিত্রের দাবি, আর চার পাঁচ বছরের মধ্যেই কোনওটাই হয়তো থাকবে না। কারণ, ঠান্ডা ঘরে বসে ফুটবল হয় না। তাই তাঁর আশঙ্কা আবার নতুন করে শুরু করতে হবে ডুরান্ড, ডিসিএমের মতো আদি টুর্নামেন্টগুলিকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নতুন স্পনসর কি পেল মোহনবাগান ?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement