Mithun Chakraborty: পাখির চোখ প‍ঞ্চায়েত নির্বাচন, ফের প্রচার ও জনসংযোগে বঙ্গে মিঠুন চক্রবর্তী

Last Updated:

Mithun Chakraborty: বুধবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে দলীয় প্রতিবাদ মিছিল ও সভায় অংশ নেবেন মিঠুন চক্রবর্তী

বুধবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে দলীয় প্রতিবাদ মিছিল ও সভায় অংশ নেবেন মিঠুন চক্রবর্তী
বুধবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে দলীয় প্রতিবাদ মিছিল ও সভায় অংশ নেবেন মিঠুন চক্রবর্তী
কলকাতা- বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রতিবাদ মিছিল ও সভা করবেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। রাজনৈতিক কর্মসূচিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বুধবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে দলীয় প্রতিবাদ মিছিল ও সভায় অংশ নেবেন মিঠুন চক্রবর্তী। একই জেলাতে এদিনই দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য মিঠুন করবেন সাংগঠনিক বৈঠকও। পঞ্চায়েত নির্বাচন আসন্ন৷ অনেক আগে থেকেই রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমেছে শাসক-বিরোধী দুই শিবিরই৷
আরও পড়ুন :  জ্যোতি বসুর পর নেতৃত্বের অভাব? শিল্প, সংস্কৃতি সর্বত্র নেতৃত্ব সংকট, বললেন সেলিম
উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জেলায় পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কয়েক মাস আগে থেকেই জেলা সফর শুরু করে দিয়েছেন মিঠুন চক্রবর্তী। পঞ্চায়েত ভোটে বাঙালির মহাগুরুকেই ময়দানে নামাচ্ছে বিজেপি। গত ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মিঠুন চক্রবর্তী ঠাসা কর্মসূচিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘুরে ঘুরে কর্মী সম্মেলনের পাশাপাশি করেছেন সাংগঠনিক বৈঠকও। সূত্রের খবর, বুধবার দক্ষিণ ২৪ পরগনার পর আগামী দিনেও জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের প্রচারে অংশ নেবেন মিঠুন।
advertisement
advertisement
আরও পড়ুন :  যোশীমঠের মতো বিপদের মুখে রানিগঞ্জ! কুড়ি হাজার মানুষের মৃত্য়ুর আশঙ্কা মমতার
গত নভেম্বর মাসের আগেও উৎসবের মরসুমে জনসংযোগের লক্ষ্যে পদ্ম শিবিরের নেতা মিঠুন চক্রবর্তীকে সামনে এনেছে বিজেপি৷ রাজনৈতিক মহলের মতে, 'পঞ্চায়েত নির্বাচনের প্রচারেও অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে বাংলা ও বাঙালির আবেগকে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির'।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mithun Chakraborty: পাখির চোখ প‍ঞ্চায়েত নির্বাচন, ফের প্রচার ও জনসংযোগে বঙ্গে মিঠুন চক্রবর্তী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement