Mamata Banerjee on Raniganj: দার্জিলিং নয়, যোশীমঠের মতো বিপদের মুখে রানিগঞ্জ! কুড়ি হাজার মানুষের মৃত্য়ুর আশঙ্কা মমতার

Last Updated:
রানিগঞ্জের ভবিষ্য়ৎ নিয়ে আশঙ্কা মমতার।
রানিগঞ্জের ভবিষ্য়ৎ নিয়ে আশঙ্কা মমতার।
কলকাতা: যোশীমঠের মতো পরিণতি হবে না তো এ রাজ্য়ের দার্জিলিংয়ের? এমনই আশঙ্কার মধ্য়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় দাবি করলেন, দার্জিলিং নয়, বরং যোশীমঠের মতো বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে আসানসোলের রানিগঞ্জ এলাকা। এর জন্য় কেন্দ্রীয় সরকারের উদাসীনতাকেই দায়ী করেছেন মুখ্য়মন্ত্রী। প্রশ্ন তুলেছেন ইসিএল-এর ভূমিকা নিয়েও।
আশঙ্কা প্রকাশ করে মুখ্য়মন্ত্রী দাবি করেছেন, সত্য়ি যদি যোশীমঠের মতো বিপদ রানিগঞ্জে দেখা দেয়, তাহলে কুড়ি হাজার মানুষের মৃত্য়ুর আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত হতে পারেন অন্তত তিরিশ হাজার মানুষ।
advertisement
এ দিন জোশীমঠের পরিস্থিতি দার্জিলিংয়ে হতে পারে কি না, তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন মুখ্য়মন্ত্রীকে। তারই জবাব দিতে গিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'যোশীমঠের মতো বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে রানিগঞ্জ। বার বার কেন্দ্রীয় সরকারকে বললেও তারা পুনর্বাসনের জন্য় বাড়ি তৈরির টাকা দিচ্ছে। আমরা দশ বছর ধরে কেন্দ্রের সঙ্গে লড়াই করছি। যদি বাড়ি তৈরি না করে দেওয়া হয় তাহলে ধস হলে কুড়ি হাজার মানুষের মৃত্য়ু হতে পারে। তিরিশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। ইসিএলকে আমরা জমি দিয়ে রেখেছি। কিন্তু কেন্দ্র বাড়ি তৈরির টাকা দিচ্ছে না। আমরা আমাদের যেটুকু টাকা ছিল, তা দিয়ে বাড়ি তৈরি করে দিয়েছি। দুর্যোগ হলে তার দায়িত্ব সরকারেরই।'
advertisement
আরও পড়ুন: সুজনের বাড়িতে আচমকা কেন লাভলি? এপারের 'কুশল' প্রশ্নে ওপার থেকে এল 'চা'-নিমন্ত্রণ
তবে দার্জিলিং নিয়ে সেরকম অভিযোগ মানতে চাননি বিজেপি-র মুখ্য়মন্ত্রীর শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, অবৈধ ভাবে কয়লা উত্তোলনের জন্য়ই বিপদের মুখে দাঁড়িয়ে রানিগঞ্জ। এর দায় শাসক দল এবং রাজ্য় সরকারেরই বলে দাবি করেছেন বিজেপি নেতা।
advertisement
এ দিন যোশীমঠ নিয়েও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন মুখ্য়মন্ত্রী। তিনি দাবি করেছেন, যুদ্ধকালীন ভিত্তিতে যোশীমঠ নিয়ে তৎপরতা দেখানো উচিত কেন্দ্রীয় সরকারের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Raniganj: দার্জিলিং নয়, যোশীমঠের মতো বিপদের মুখে রানিগঞ্জ! কুড়ি হাজার মানুষের মৃত্য়ুর আশঙ্কা মমতার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement