Lovely Moitra Sujan Chakraborty: সুজনের বাড়িতে আচমকা কেন লাভলি? এপারের 'কুশল' প্রশ্নে ওপার থেকে এল 'চায়ের নিমন্ত্রণ'

Last Updated:

Lovely Moitra Sujan Chakraborty: সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে ‘দিদির দূত’ হয়ে গেলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলি মৈত্র।

সুজন চক্রবর্তীর বাড়িতে লাভলি মৈত্র
সুজন চক্রবর্তীর বাড়িতে লাভলি মৈত্র
কলকাতা: দিদির সুরক্ষা কবচ নিয়ে বাম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে গেলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে ‘দিদির দূত’ হয়ে এদিন বিকেলেই পৌঁছে গেলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক।
আজ নিজের বিধানসভা কেন্দ্র সোনারপুর দক্ষিণের বিভিন্ন এলাকায় এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। তখনই সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজনের কালিকাপুরের পাড়ায় যান। সুজন চক্রবর্তী যদিও সেই সময় বাড়িতে ছিলেন না। দলীয় কাজে পূর্ব মেদিনীপুর জেলায় ছিলেন। তাঁর দাদা, ভাই এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলেন বিধায়ক লাভলি। কথা বলেন সুজন বাবুর স্ত্রী মিলি চক্রবর্তীর সঙ্গেও। ফোনে বিধায়কের সঙ্গে কথা হয় সুজন চক্রবর্তীর। তৃণমূল বিধায়ককে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
advertisement
advertisement
উল্লেখ্য, দিদির সুরক্ষা কবচ নিয়ে আজ সিপিএম নেতার বাড়ি গেলে তৃণমূল কংগ্রেস নেত্রী। এই ঘটনায় অবাক অনেকেই। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ তো অমান্য করা যায় না। তাই সেই কর্মসূচি পালন করতেই হাজির তিনি। হ্যাঁ, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে ‘দিদির দূত’ হয়ে গেলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলি মৈত্র। তাতে অনেকেই ভূত দেখার মতো অবস্থা। কারণ যাঁরা ভাবতে পারেননি অভিনেত্রী বিধায়ক সিপিএম নেতার বাড়িতে আসতে পারেন তাঁরাই ভূত দেখার মতো দেখলেন। রাজনীতির ময়দানে যুযুধান প্রতিপক্ষ হলেও এভাবে সৌজন্য রক্ষা হল। মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্র সোনারপুর দক্ষিণের বিভিন্ন এলাকায় এভাবেই ঘুরে কর্মসূচি পালন করলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lovely Moitra Sujan Chakraborty: সুজনের বাড়িতে আচমকা কেন লাভলি? এপারের 'কুশল' প্রশ্নে ওপার থেকে এল 'চায়ের নিমন্ত্রণ'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement