Mohammed Salim About CPIM Leadership: জ্যোতি বসুর পর নেতৃত্বের অভাব? শিল্প, সংস্কৃতি থেকে সর্বত্র নেতৃত্ব সংকট, বললেন সেলিম

Last Updated:

Mohammed Salim About CPIM Leadership: পঞ্চায়েত ভোটে কী বামেদের উপস্থিতি টের পাওয়া যাবে? সেলিম প্রশ্নের উত্তরে বললে, ভোট হোক না হোক, বামেদের উপস্থিতি তো টের পাওয়া যাচ্ছেই৷

সাংবাদিকদের মুখোমুখি সেলিম
সাংবাদিকদের মুখোমুখি সেলিম
#কলকাতা: জ্যোতি বসুর স্মরণে আয়োজিত অনুষ্ঠান থেকে বেরিয়ে নবীন প্রজন্মের নেতৃত্বের উঠে আসার কথা তুলে ধরলেন সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম৷ জ্যোতি বসুর স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মহম্মদ সেলিম৷ সেখানেই নেতৃত্ব থেকে পঞ্চায়েত ভোট, সব বিষয়ে নানা কথা বললেন তিনি৷ তা হলে কী জ্যোতি বসু পরবর্তী বাম নেতৃত্বকে অস্বীকার করলেন তিনি, অস্বীকার করলেন বুদ্ধদেব ভট্টাচার্যকেও৷ না, সে কথা তিনি সরাসরি বলেননি, তবে স্পষ্টতই নেতৃত্বের অভাবের কথা স্বীকার করেছেন৷
সেলিম এ দিন বলেন, ‘‘সর্বত্র নেতৃত্ব স্থানীয়দের একটা অভাব দেখা যাচ্ছে৷ শুধু রাজনীতির প্রেক্ষিতে নয়, সাহিত্যের ক্ষেত্রে সুনীল গঙ্গোপাধ্যায় নেই, সিনেমা থিয়েটারের ক্ষেত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় নেই, এমনই অনেকগুলি ক্ষেত্রে, সাংবাদিকতা থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্র যোগ্য নেতৃত্বের অভাবে পড়েছে৷ সেই আধার থেকে ধীরে ধীরে বার হয়ে আসার প্রক্রিয়া চলছে৷ প্রক্রিয়ার অংশ হিসাবেই ধীরে ধীরে তরুণ নেতৃত্ব উঠে আসছে৷ তা দেখা যাচ্ছে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: তিন যুদ্ধে শিক্ষা পেয়েছে পাকিস্তান! স্বীকার করে মোদির সঙ্গে আলোচনায় বসার আর্জি শরিফের
পঞ্চায়েত ভোটে কী বামেদের উপস্থিতি টের পাওয়া যাবে? সেলিম প্রশ্নের উত্তরে বললে, ‘‘ভোট হোক না হোক, বামেদের উপস্থিতি তো টের পাওয়া যাচ্ছেই৷ গ্রামে গ্রামে তৃণমূলের নেতারা যখন যাচ্ছেন সাধারণ মানুষ তাঁদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন৷ বিজেপির সামনেও সাধারণ মানুষ বলছেন মূল্যবৃদ্ধির কথা, বলছেন তাঁদের সমস্যার কথা৷ একমাত্র সিপিএমের কর্মীরা সাধারণ মানুষের কাছে গেলে তাঁরা ডেকে নিয়ে চাঁদা দিচ্ছেন৷ আসতে বলছেন৷ এর থেকে বোঝা যাচ্ছে সিপিএম আবার নতুন করে তৈরি হচ্ছে৷’’
advertisement
পঞ্চায়েতের ফল নিয়ে আশাবাদী সেলিম এদিন স্পষ্টই বলে দেন, ‘‘এ রাজ্যে নতুন করে লাল পতাকা আগের মতোই উড়বে৷ রাজ্যের মানুষ চোরেদের চিনে নিয়েছেন৷ এখন আর কিছু করার নেই৷ এই স্মারক বক্তৃতাতেই কত মানুষ এসেছেন, এটা তাও বড় কোনও কর্মিসভা নয়৷ আপনারা চোখ থাকলেই দেখতে পাবেন৷’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mohammed Salim About CPIM Leadership: জ্যোতি বসুর পর নেতৃত্বের অভাব? শিল্প, সংস্কৃতি থেকে সর্বত্র নেতৃত্ব সংকট, বললেন সেলিম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement