Mithun Chakraborty | BJP: ভোটের পর থেকে রাজনীতিতে 'নিখোঁজ', ফের গেরুয়া শিবিরে সক্রিয় হচ্ছেন মিঠুন চক্রবর্তী?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mithun Chakraborty | BJP: ভোটের পর থেকে রাজনীতিতে মিঠুন চক্রবর্তী একেবারেই নিষ্ক্রিয়ই বলা চলে। এমন এক পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় স্তরে গুরুত্ব পাওয়ায় মিঠুনকে নিয়ে ফের একবার আলোচনা শুরু হল রাজ্য রাজনীতিতে।
#কলকাতা: বড়সড় পরাজয়ের মুখে পড়লেও বিজেপির সংগঠনে জাতীয় স্তরে গুরুত্ব কমল না বাংলার। জাতীয় কর্মসমিতি অর্থাৎ BJP-র ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি (BJP National Executive Committee) ঘোষণা হল বৃহস্পতিবার। তাতে দেখা গেল, বঙ্গ ভোটে দায়িত্বে থাকার পরও ফলাফলে ধাক্কা খেলেও বাংলার পর্যবেক্ষক পদে রাখা হল কৈলাস বিজয়বর্গীয়, অমিত মালব্য এবং অরবিন্দ মেননকে। তবে, সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, গোটা দেশের ৮০ নেতাকে নিয়ে তৈরি এই কর্মসমিতিতে জায়গা পেলেন বিধানসভা ভোটের আগে BJP-তে নাম লেখানো মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের পর থেকে রাজনীতিতে মিঠুন চক্রবর্তী একেবারেই নিষ্ক্রিয়ই বলা চলে। এমন এক পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় স্তরে গুরুত্ব পাওয়ায় মিঠুনকে নিয়ে ফের একবার আলোচনা শুরু হল রাজ্য রাজনীতিতে। জাতীয়স্তরে গুরুত্বপূর্ণ এই কমিটির বিশেষ আমন্ত্রিতদের তালিকায় রয়েছে তৃণমূলে ফিরে যাওয়ার জল্পনায় থাকা রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামও।
বাংলার থেকে এই তালিকায় আরও যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ দেবশ্রী চৌধুরী, সাংসদ স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দীনেশ ত্রিবেদী। বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে নাম রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামও। এছাড়াও অশোক লাহিড়ির মতো আমন্ত্রিত সদস্য হিসেবে নাম রয়েছে সাংসদ জয়ন্ত রায়, সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, এবং মাফুজা খাতুনের নামও। অপরদিকে, কমিটিতে রয়েছেন লালকৃষ্ণ আডবানী, মুরলীমনোহর যোশীর মতো নেতার নামও।
advertisement
জাতীয় স্তরে নতুনভাবে তালিকায় এসেছেন মধ্যপ্রদেশের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এস জয়শঙ্কর, মীনাক্ষী লেখি, অনুরাগ ঠাকুর, অশ্বিনী বৈষ্ণবরা। অপরদিকে, কর্মসমিতি থেকে বাদ পড়লেন চৌধুরী বীরেন্দ্র সিং, এসএস আহলুওয়ালিয়া, বরুণ গান্ধি, মানেকা গান্ধি এবং সুব্রহ্মণ্যম স্বামীর মতো মুখ।
advertisement
advertisement
আর এই তালিকা নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে দুটি নাম নিয়েই আলোচনা শুরু হয়েছে। মিঠুন চক্রবর্তী আর রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভার পর থেকেই মিঠুনকে বিজেপিকে কোনও কর্মসূচিতে দেখা যায়নি। একই পথে রয়েছেন রাজীবও। বিজেপির কর্মসূচিতে তো দূর, বরং গেরুয়া শিবিরের সমালোচনাই করে চলেছেন তিনি। তাই মিঠুন চক্রবর্তী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন জাতীয় কর্মসমিতিতে সামিল করা হল, তা নিয়ে নানা কানাঘুষো গেরুয়া শিবিরের অন্দরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Oct 07, 2021 7:45 PM IST









