BJP National Executive Committee: বাংলার 'পর্যবেক্ষণে' কৈলাস-মালব্যতেই ভরসা, BJP-র জাতীয় কর্মসমিতিতে বড় চমক!

Last Updated:

BJP National Executive Committee: ৮০ জনের তালিকায় পশ্চিমবঙ্গ থেকেও রয়েছে একাধিক নাম। রয়েছে মিঠুন চক্রবর্তীর (mithun chakraborty), কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, এ রাজ্যের নেতা অনুপম হাজরা, অমিত মালব্যদের নাম।

জাতীয় কর্মসমিতিতে বড় চমক বিজেপির
জাতীয় কর্মসমিতিতে বড় চমক বিজেপির
#নয়াদিল্লি: বঙ্গে ভরাডুবি হয়েছে, তবু বঙ্গের নেতাদের উপর ভরসা রাখল BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার নতুন করে বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতি (BJP National Executive Committee) গঠন করা হয়েছে। সেই কর্মসমিতির তালিকায় প্রথম নামটি সন্দেহাতীতভাবে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। তবে, ৮০ জনের তালিকায় পশ্চিমবঙ্গ থেকেও রয়েছে একাধিক নাম। রয়েছে মিঠুন চক্রবর্তীর (mithun chakraborty), কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, এ রাজ্যের নেতা অনুপম হাজরা, অমিত মালব্যদের নাম। তাৎপর্যপূর্ণভাবে এই তালিকায় বিশেষ আমন্ত্রিত হিসেবে নাম রয়েছে বিধানসভা ভোটের পর থেকেই BJP-তে বেসুরো বলে পরিচিত রাজীব বন্দ্যোপাধ্যায়েরও (Rajib Banerjee)। আমন্ত্রিত হিসেবে নাম রয়েছে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়িরও।
প্রসঙ্গত, জাতীয় কর্মসমিতির এই তালিকায় রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতিরা প্রত্যেকেই। প্রথমেই নাম রয়েছে ছত্তিশগড়ের রমন সিং-এর। পশ্চিমবঙ্গ থেকে এই তালিকায় ঠাঁই পেয়েছেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, এই তালিকায় জাতীয় সাধারণ সম্পাদক, জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন), জাতীয় সম্পাদকদেরও স্থান দেওয়া হয়েছে। সেই সূত্রেই এ রাজ্যে থেকে নাম রয়েছে কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, অমিত মালব্যদের। জাতীয় সম্পাদক হিসেবে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন অনুপম হাজরা। এছাড়াও বিভিন্ন রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী কিংবা প্রাক্তন মুখ্যমন্ত্রীরাও স্থান পেয়েছেন।
advertisement
advertisement
তবে, সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়েরও নাম নিয়ে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর বিধানসভা ভোটেও হেরে যান রাজীব। তারপর থেকেই তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা চলছে। বিজেপি নেতার একাধিক মন্তব্য, ট্যুইট সেই পালে আরও হাওয়া লাগিয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় কর্মসমিতিতে তাঁকে বিজেপির আমন্ত্রিত সদস্য করা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তবে, বঙ্গ ভোটে ধাক্কা খাওয়ার পরও বাংলার পর্যবেক্ষক পদে থাকছেন কৈলাস বিজয়বর্গীয়, অমিত মালব্য এবং অরবিন্দ মেনন। এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে পারে বিজেপির অন্দরে। এছাড়াও বাংলা থেকে থাকছেন তৃণমূলত্যাগী দীনেশ ত্রিবেদী, ভারতী ঘোষ, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত এবং নব্য বিধায়ক মুকুটমণি অধিকারী। এছাড়া রাজীব, অশোক লাহিড়ির মতো আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছে সাংসদ জয়ন্ত রায়, সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, এবং মাফুজা খাতুনের নামও। অপরদিকে, কমিটিতে রয়েছেন লালকৃষ্ণ আডবানী, মুরলীমনোহর যোশীর মতো নেতার নামও।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP National Executive Committee: বাংলার 'পর্যবেক্ষণে' কৈলাস-মালব্যতেই ভরসা, BJP-র জাতীয় কর্মসমিতিতে বড় চমক!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement