দ্বাদশ শ্রেণি পর্যন্ত মিড ডে মিল, দরিদ্র পড়ুয়াদের ভাতা, ড্রপ আউট ঠেকাতে একাধিক দাবি এসএফআইয়ের

Last Updated:

কদিকে লকডাউন, অন্যদিকে আমফান । এই জোড়া ধাক্কায় জেরবার দরিদ্র ছাত্রছাত্রীরা । এক্ষেত্রে ড্রপ আউটের সম্ভাবনাও বেশি থাকে । তাই তাদের জন্য দাবি জানাল এসএফআই ।

#কলকাতা: লকডাউন শেষ হয়ে এখন শুরু হয়েছে আনলক পর্ব । স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি শুরু হয়েছে৷ চলছে পরীক্ষার প্রস্তুতিও  । এমন অবস্থায় বেশকিছু দাবি জানিয়ে বৃহস্পতিবার অনলাইনে সাংবাদিক বৈঠক করল এসএফআই । এরমধ্যে উল্লেখযোগ্য দাবি, দরিদ্র ছাত্রছাত্রীদের ভাতা দিতে হবে সরকারকে ।
সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "একদিকে লকডাউন, অন্যদিকে আমফান । এই জোড়া ধাক্কায় জেরবার ছাত্রছাত্রীরা । বিশেষ করে দরিদ্র ছাত্রছাত্রীদের সমস্যা আরও বেশি । তাই এক্ষেত্রে ড্রপ আউটের সম্ভাবনাও বেশি থাকে । এই সময়ে সতর্ক থাকতে হবে । ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে হবে সাহায্যের হাত নিয়ে । তাই ভাতা দিতে হবে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের । শুধু এরাজ্যের ছাত্রছাত্রীদের নয় । অন্য রাজ্যে গবেষণার কাজে গিয়ে আটকে পড়া ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একই সুযোগ দিতে হবে । মনে রাখতে হবে, লকডাউনের ফলে পঁচিশ কোটি ছাত্র গৃহবন্দি , পড়ুয়াদের ৭৫-৮০ শতাংশ আসে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশ থেকে । এই অংশের দিকে তাকিয়ে শিক্ষাব্যবস্থায় অবিলম্বে পরিবর্তন প্রয়োজন ।"
advertisement
ভাতা দেওয়ার পাশাপাশি সংগঠনের তরফে আরও বেশকিছু দাবি জানানো হয়েছে । যেমন তিনমাসের জন্য বিদ্যুৎ বিল মুকুব করা । ক্লাস টুয়েলভ পর্যন্ত মাসে দু'বার মিড ডে মিলের ব্যবস্থা । ফি বৃদ্ধি না করা । এবং সকল ছাত্রছাত্রীদের জন্য অনলাইন লেখাপড়ার সুযোগ করে দেওয়া । সংগঠনের তরফে বলা হয়েছে, "সকল ছাত্রছাত্রীর জন্য অনলাইনে লেখাপড়ার সমান সুযোগ ও পরিকাঠামো প্রস্তুত না করে অনলাইন শিক্ষা, পরীক্ষা ও মূল্যায়নকে বাধ্যতামূলক করা যাবে না ।"
advertisement
advertisement
সংগঠনের রাজ্য সম্পাদকের বক্তব্য, "শহরে মাত্র ২৩.৪% মানুষ ও গ্রামে মাত্র ৪.৪% মানুষের কাছে কম্পিউটার আছে । ইন্টারনেটের সুবিধা পান এমন জনগণ ভারতবর্ষে মাত্র ২৩.৮% যার শহরে ৪২%, গ্রামে ১৪.৯% । ইন্টারনেট ব্যবহার করার দক্ষতা অর্জন করেছেন জনসংখ্যার মাত্র ২০.১% মানুষ যার মধ্যে পুরুষ ২৫%, মহিলা ১৪.৯% । আরও ভেঙে যদি দেখা যায়, তবে গ্রামীণ জনগণের মাত্র ১৩% ও শহুরে জনগণের মাত্র ৩৭% ইন্টারনেট ব্যবহার করতে শিখেছেন । প্রযুক্তির সাথে আমাদের বিরোধ নেই - কিন্তু সকলের জন্য সরকারকে ফ্রি ইন্টারনেটের বন্দোবস্ত না করে, পরিকাঠামো না বানিয়ে অনলাইনকে বাধ্যতামূলক করা যাবে না ।"
advertisement
UJJAL ROY
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দ্বাদশ শ্রেণি পর্যন্ত মিড ডে মিল, দরিদ্র পড়ুয়াদের ভাতা, ড্রপ আউট ঠেকাতে একাধিক দাবি এসএফআইয়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement