সুখবর! সুখবর! কমে গেল স্মার্টকার্ডের ‘সিকিওরিটি ডিপোজিট’! ৮০ থেকে কমে কত হল? চমকে যাবেন

Last Updated:

এখন থেকে যেদিন স্মার্ট কার্ড কিনবেন, ওইদিন থেকে কার্ডের বৈধতা থাকবে ১০ বছর। বর্তমানে তা একবছর বৈধ থাকে। পুরনো স্মার্ট কার্ড রিচার্জ করলে বৈধতা বৃদ্ধি পাবে ১০ বছর পর্যন্ত।

News18
News18
কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য বিরাট সুখবর। এতদিন মেট্রোর স্মার্ট কার্ড কিনতে হলে ৮০ টাকা ‘সিকিওরিটি ডিপোজিট’ রাখতে হতো। এবার থেকে সেই অঙ্কটা কমে দাঁড়াল ৫০ টাকা। ন্যূনতম ১৫০ টাকা খরচ করতে হত স্মার্ট কার্ডের জন্য। এবার ১০০ টাকাতেই মিলবে মেট্রোর স্মার্ট কার্ড। এখন থেকে যেদিন স্মার্ট কার্ড কিনবেন, ওইদিন থেকে কার্ডের বৈধতা থাকবে ১০ বছর। বর্তমানে তা একবছর বৈধ থাকে। পুরনো স্মার্ট কার্ড রিচার্জ করলে বৈধতা বৃদ্ধি পাবে ১০ বছর পর্যন্ত। নতুন স্মার্ট কার্ড কেনার দিন থেকে নয়, যেদিন প্রথম ব্যবহার করবেন, ওইদিন থেকেই বৈধ বলে গণ্য হবে। স্মার্ট কার্ডের উপর ৫ শতাংশ অতিরিক্ত টাকা পাওয়া যাবে। শুধুমাত্র কাউন্টার থেকে নয়, ASCRM মেশিন এবং অনলাইনে রিচার্জ করা যাবে।
অন্যদিকে পুজোর সময়ে কখন থেকে কখন চলবে কলকাতা মেট্রো, জানিয়ে দিলেন মেট্রো রেল কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত, কলকাতা মেট্রোর সময়সীমা দেখে নিন।
advertisement
ব্ল লাইন
পঞ্চমী (২৭.০৯.২০২৫)
পঞ্চমী (শনিবার) অর্থাৎ ২৭.০৯.২০২৫ তারিখে ব্লু লাইনে মোট ২৬২টি পরিষেবা (১৩১টি উপরে এবং ১৩১টি ডিএন) সকাল ৮:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত পরিচালিত হবে। পিক আওয়ার ফ্রিকোয়েন্সি ৬ থেকে ৭ মিনিট পর্যন্ত লক্ষ্য করা হয়েছে।
advertisement
প্রথম পরিষেবা:
শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৮:০০ টায়
মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৮:০০ টায়
দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৮:০০ টায়
নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৮:০০ টায়
শেষ পরিষেবা:
২২:৪৭ টায়। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরে
22:48 টায়। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম
23:00 টায়। শহীদ ক্ষুদিরাম থেকে দম দম পর্যন্ত
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সুখবর! সুখবর! কমে গেল স্মার্টকার্ডের ‘সিকিওরিটি ডিপোজিট’! ৮০ থেকে কমে কত হল? চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement