৩ সেপ্টেম্বর রাতে চলবে না মেট্রো! কখন পাবেন লাস্ট ট্রেন? ভাল করে জেনে নিন

Last Updated:

মেট্রো ট্রেন চলাচল নতুনভাবে সংগঠিত করা হচ্ছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশেষ পরিষেবাটি বন্ধ থাকবে। গতকাল মেট্রোয় আট লক্ষ যাত্রী হয়েছিল। ব্লু লাইনে পাঁচ লক্ষ ৮৪ হাজার। গ্রীন লাইনে দুই লক্ষ চার হাজার। 

রাত ১০ টা ৮০ মিনিটের মেট্রো রেলের বিশেষ পরিষেবা বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিল রেল দফতর। 
রাত ১০ টা ৮০ মিনিটের মেট্রো রেলের বিশেষ পরিষেবা বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিল রেল দফতর। 
৩ সেপ্টেম্বর রাত থেকে বাধা পড়তে চলেছে মেট্রো পরিষেবায়।  বড় সিদ্ধান্তের বিজ্ঞপ্তি এল কলকাতা মেট্রোর পক্ষ থেকে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানাল, আগামী ৩ সেপ্টেম্বর, ২০২৫ থেকে নীল লাইনের বিশেষ এক্সপেরিমেন্টাল সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে।
প্রতিদিন রাত ১০টা ৪০ মিনিটে দমদম থেকে শহীদ খুদিরাম পর্যন্ত যে বিশেষ পরিষেবা চালু ছিল, তা আর চালানো সম্ভব হচ্ছে না। মেট্রো রেলওয়ে জানিয়েছে, কবি সুভাষ স্টেশনে পরিষেবা স্থগিত থাকায় একাধিক অপারেশনাল সমস্যার সৃষ্টি হয়েছে।
advertisement
advertisement
সেই কারণে মেট্রো ট্রেন চলাচল নতুনভাবে সংগঠিত করা হচ্ছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশেষ পরিষেবাটি বন্ধ থাকবে। গতকাল মেট্রোয় আট লক্ষ যাত্রী হয়েছিল। ব্লু লাইনে পাঁচ লক্ষ ৮৪ হাজার। গ্রীন লাইনে দুই লক্ষ চার হাজার।
advertisement
মেট্রো সূত্রে আরও জানানো হয়েছে, সাধারণ যাত্রীদের এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৩ সেপ্টেম্বর রাতে চলবে না মেট্রো! কখন পাবেন লাস্ট ট্রেন? ভাল করে জেনে নিন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement