৩ সেপ্টেম্বর রাতে চলবে না মেট্রো! কখন পাবেন লাস্ট ট্রেন? ভাল করে জেনে নিন
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Tias Banerjee
Last Updated:
মেট্রো ট্রেন চলাচল নতুনভাবে সংগঠিত করা হচ্ছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশেষ পরিষেবাটি বন্ধ থাকবে। গতকাল মেট্রোয় আট লক্ষ যাত্রী হয়েছিল। ব্লু লাইনে পাঁচ লক্ষ ৮৪ হাজার। গ্রীন লাইনে দুই লক্ষ চার হাজার।
৩ সেপ্টেম্বর রাত থেকে বাধা পড়তে চলেছে মেট্রো পরিষেবায়। বড় সিদ্ধান্তের বিজ্ঞপ্তি এল কলকাতা মেট্রোর পক্ষ থেকে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানাল, আগামী ৩ সেপ্টেম্বর, ২০২৫ থেকে নীল লাইনের বিশেষ এক্সপেরিমেন্টাল সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে।
প্রতিদিন রাত ১০টা ৪০ মিনিটে দমদম থেকে শহীদ খুদিরাম পর্যন্ত যে বিশেষ পরিষেবা চালু ছিল, তা আর চালানো সম্ভব হচ্ছে না। মেট্রো রেলওয়ে জানিয়েছে, কবি সুভাষ স্টেশনে পরিষেবা স্থগিত থাকায় একাধিক অপারেশনাল সমস্যার সৃষ্টি হয়েছে।
advertisement
advertisement
সেই কারণে মেট্রো ট্রেন চলাচল নতুনভাবে সংগঠিত করা হচ্ছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশেষ পরিষেবাটি বন্ধ থাকবে। গতকাল মেট্রোয় আট লক্ষ যাত্রী হয়েছিল। ব্লু লাইনে পাঁচ লক্ষ ৮৪ হাজার। গ্রীন লাইনে দুই লক্ষ চার হাজার।
advertisement
মেট্রো সূত্রে আরও জানানো হয়েছে, সাধারণ যাত্রীদের এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 02, 2025 5:57 PM IST











