কবি সুভাষ থেকে দমদম লাইনের মেট্রো পরিষেবা আপাতত বন্ধ! লাইনে জল জমে বিপত্তি!
Last Updated:
#কলকাতা: রাজ্যে 'ফণী' সেভাবে না আসলেও দুদিন ধরে হালকা এবং ভারি বৃষ্টি হয়েছে। সারাদিন কম বেশি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে। এবার কলকাতা মেট্রোর লাইনেও ঢুকে পড়ল জল।
জল জমে যাওয়ার জন্য কবি সুভাষ থেকে দমদমের দিকে আসার সব মেট্রো চলাচল বন্ধ রয়েছে। যতীন দাস পার্ক ও রবীন্দ্র সদনের লাইনে জল জমে যায়। এই জমা জলের জন্যেই বিপত্তি। তবে সকাল থেকেই চলছে জল সরানোর কাজ। একদিকের জল সরানোও গিয়েছে। যার ফলে দমদম থেকে কবি সুভাষের দিকে এখন মেট্রো চলছে। তবে কবি সুভাষ থেকে কখন দমদমের দিকের মেট্রো চলাচল স্বাভাবিক হবে তা জানা যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2019 12:28 PM IST