উফ, কী ভোগান্তি! ফের মেট্রোর গ্রিন লাইনে বিভ্রাট... বিকল সফটওয়্যার, যাতায়াতে ভোগান্তি
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
ফের সফটওয়্যার বিকল হয়ে গ্রিন লাইনের এই অংশে বিভ্রাট হয়। বেশ কিছুক্ষণ পরে ফের পরিষেবা স্বাভাবিকও হয়ে যায়। হাওড়া থেকে এসপ্লানেড মেট্রোতে পরপর দুদিন এই সমস্যায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।
কলকাতা: ফের মেট্রো বিভ্রাট। শিয়ালদহ ও এসপ্ল্যানেডের মধ্যে সমস্যার কারণে সিগন্যাল রিসিভিং পয়েন্টে অসুবিধা তৈরি হয়। ফের সফটওয়্যার বিকল হয়ে গ্রিন লাইনের এই অংশে বিভ্রাট হয়। বেশ কিছুক্ষণ পরে ফের পরিষেবা স্বাভাবিকও হয়ে যায়। হাওড়া থেকে এসপ্লানেড মেট্রোতে পরপর দুদিন এই সমস্যায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।
advertisement
বিশ্বকর্মা পুজোর দিনও একই ঘটনা ঘটে। রাস্তায় বাস, অটো, ট্যাক্সি নামমাত্র৷ তার উপরে মেট্রোয় গন্ডগোল৷ হাওড়া স্টেশনে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় মেট্রো থেকে৷ জানা গিয়েছে, সিগন্যালিং ফেলের সমস্যার কারণে ২ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ ছিল মেট্রোর গ্রিন লাইন অর্থাৎ, হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর V মেট্রো পরিষেবা৷
advertisement
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আধিকারিকদের তরফ থেকে ঘোষণা করা হয়, যান্ত্রিক গোলযোগের কারণে হাওড়া থেকে শিয়ালদহ মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ। চূড়ান্ত হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। হাওড়া মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বিক্ষোভ দেখান যাত্রীরা৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 12:44 PM IST