MBBS Scam: সাতসকালে রাজ্য জুড়ে ইডির রেইড! MBBS অ্যাডমিশন দুর্নীতি তদন্তে তৎপর গোয়েন্দা টিম

Last Updated:

MBBS Scam:সল্টলেকের BC 35 -ব্লকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজের (কেপিসি) মালিকের আত্মীয় থাকেন। সেখানে সাতসকালে অভিযান চালায় ইডির তদন্তকারী দল।

বিরাট হানা ইডির
বিরাট হানা ইডির
কলকাতা: দেশজুড়ে MBBS এর অ্যাডমিশনের ক্ষেত্রে NRI কোটা দুর্নীতির তদন্তে নেমে রাজ্য জুড়ে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী দল ইডি। টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে অ্যাডমিশন, আর সেই কোটায় যোগ্য ছাত্রদের বঞ্চিত করে ডাক্তারি পড়া। এই দুর্নীতি সামনে আসতেই গত কয়েক মাস যাবৎ তদন্ত শুরু হয়েছে দেশ জুড়ে। একাধিক প্রথম সারির মেডিক্যাল কলেজ থেকে প্রচুর পরিমাণে অভিযোগ সামনে আসে। সূত্রের খবর এই ধরণের ভুয়ো NRI কোটায় মেডিকেল কলেজে অ্যাডমিশন দুর্নীতির তদন্তেই রাজ্য জুড়ে তৎপর ইডি অভিযান।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেই দুর্নীতির তদন্তে নেমে রাজ্যে মঙ্গলবার মেগা অভিযান ইডির। হলদিয়া দুর্গাপুর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে অভিযান চালাচ্ছে ইডি।
advertisement
advertisement
সল্টলেকের BC 35 -ব্লকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজের (কেপিসি) মালিকের আত্মীয় থাকেন। সেখানে সাতসকালে অভিযান চালায় ইডির তদন্তকারী দল। ইতিমধ্যেই সল্টলেক BC 35 ছাড়াও দক্ষিণ কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজে চলে অভিযান। হলদিয়া, বজবজ এলাকায়, দুর্গাপুর IQ সিটি হাসপাতালেও পৌঁছেছে ইডির টিম। চলছে তল্লাশি অভিযান।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
MBBS Scam: সাতসকালে রাজ্য জুড়ে ইডির রেইড! MBBS অ্যাডমিশন দুর্নীতি তদন্তে তৎপর গোয়েন্দা টিম
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement