শামি-হাসিন বিতর্কে নয়া মোড়, বিয়ের নথিতে হাসিন ব্যাচেলার বলে উল্লেখ !

Last Updated:

যত দিন গড়াচ্ছে মহম্মদ শামি-হাসিন বিতর্কে সামনে আসছে নতুন নতুন তথ্য ৷ নিউজ১৮ বাংলার স্টুডিওতে এসে যৌনকর্মীর সঙ্গে শামির সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন শামির স্ত্রী হাসিন জাহান ৷

#কলকাতা: যত দিন গড়াচ্ছে মহম্মদ শামি-হাসিন বিতর্কে সামনে আসছে নতুন নতুন তথ্য ৷ নিউজ১৮ বাংলার স্টুডিওতে এসে যৌনকর্মীর সঙ্গে শামির সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন শামির স্ত্রী হাসিন জাহান ৷ এমনকী, শামি বিতর্কে বিসিসিআই-কেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হাসিন ৷
আর এবার শামি বিতর্কে মুখ খুললেন শামি-হাসিনের রেজিস্ট্রার নজরুল ইসলাম ৷ নিউজ১৮ বাংলাকে জানানেলন, বিয়ের নথিতে ব্যাচেলার হিসেবে উল্লেখ করা হয়েছে হাসিনকে! আর তা নাকি মহম্মদ শামি ও হাসিনের সম্মতিতেই !
নজরুল ইসলামের কথায়, ‘ম্যারেজ সার্টিফিকেট যা লেখা রয়েছে, তা একেবারেই দুই পরিবারের সম্মতিতে ৷ মহম্মদ শামি ও হাসিনের কথাতেই ব্যাচেলার লেখা হয়েছিল ৷ ’
advertisement
advertisement
শামি-হাসিন দু’জনে মিলে তথ্য দেন
দাবি করেছেন ম্যারেজ রেজিস্ট্রার
হাসিনের বিরুদ্ধে অভিযোগ শামির
প্রথম বিয়ে লোকানোর অভিযোগ
অভিযোগ অস্বীকার হাসিনের
দু’জনের মধ্যে কে সত্যি বলছেন?
নয়া বিতর্ক শামি-হাসিন সম্পর্কে
অন্যদিকে, শামি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ রবি শাস্ত্রীকে ৷ জিজ্ঞাসাবাদ করা হবে টিম ইন্ডিয়ার অন্যান্যদেরও ৷ দুর্নীতি দমন শাখার প্রধান নীরজ কুমারব ৷ শ্রীলঙ্কা থেকে দল ফিরলেই শুরু হবে জিজ্ঞাসাবাদ ৷ রবিবার কলম্বোয় নিদাহাস ট্রফির ফাইনাল ৷ আগামিকাল দেশে ফিরছে ভারতীয় দল ৷ মঙ্গলবার বোর্ডকে তদন্ত রিপোর্ট পেশ ৷
advertisement
আন্তর্জাতিক ম্যাচের মধ্যেই শামির ঘরে এসকর্ট স্লাপাই করতেন কুলদীপ নামের এক ব্যক্তি। নিউজ ১৮ বাংলার স্টুডিওয়ে বসে নতুন বোমা ফাটালেন হাসিন জাহান। নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হাসিনের দাবি, শামির নোংরামির কথা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানিয়েও এখনও কোনও সুরাহা পাননি।
News18 Bangla News18 Bangla
advertisement
এতদিন পাক নাগরিক আলিশবার সঙ্গে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির ঘনিষ্ঠতা নিয়ে চাঞ্চল্য চলছিল। তা দ্বিগুণ হল হাসিন জাহানের আরও বিস্ফোরক অভিযোগে। আন্তর্জাতিক ম্যাচের মধ্যেই রোজ রাতে সঙ্গিনী বদলাতেন মহম্মদ শামি। নিউজ ১৮ বাংলার স্টুডিওয়ে ভারতীয় ক্রিকেটারের সেক্স জীবন আরও একবার ফাঁস করলেন হাসিন। অভিযোগ করলেন, কুলদীপ নামের এক ব্যক্তি শামিকে এসর্কট স্লাপাই করতেন।
advertisement
নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হাসিনের দাবি, এই লড়াইয়ে তিনি একা। গাড়ি থেকে ফোন পাওয়ার পর খানিকটা ধন্দ্বে ছিলেন। অবশেষে ‘এম’ লিখে প্যাটন আন-লক করেন তিনি। বেরিয়ে পড়ে শামির রঙিন জীবনের গল্প। যা তিনি জানান, আরও দুই ভারতীয় ক্রিকেটার উমেশ যাদব এবং ঋদ্ধিমান সাহার স্ত্রী তানিয়া এবং রোমিকে। ফোন করেছিলেন সিএবি প্রেসিডেন্টকেও ৷
advertisement
ক্লিনচিট নয়, শামির বিরুদ্ধে আরও কড়া হোক ভারতীয় ক্রিকেট বোর্ড। নিউজ ১৮ বাংলার স্টুডিও থেকে বোর্ডকে বার্তা হাসিনের। সোমবার আলিপুর আদালতে গোপন জবানবন্দি দিতে চলেছেন। তার আগে স্পষ্ট করলেন, ক্রিকেটার শামির কেরিয়ার নিয়ে আর ভাবছেন না তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শামি-হাসিন বিতর্কে নয়া মোড়, বিয়ের নথিতে হাসিন ব্যাচেলার বলে উল্লেখ !
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement