মঙ্গলবার দুপুরে বন্ধ হবে কলকাতা ঢোকার রাস্তা, নবান্ন অভিযানে শহর জুড়ে বিরাট নিরাপত্তা
- Published by:Rachana Majumder
Last Updated:
কলেজ স্কোয়ার থেকে মিছিল মহাত্মা গান্ধি রোড দিয়ে হাওড়া ব্রিজ ধরার মুখেই আটকে দেওয়া হবে। দুটি সেতুর মুখে আটকাবার জন্য ব্যবহার করা হচ্ছে গার্ডরেল, বাঁশের ব্যারিকেড ও অ্যালুমিনিয়াম গেট। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের শহরে মোতায়েন থাকবে প্রায় দুই হাজার পুলিশ কর্মী।
#কলকাতা: বিজেপির নবান্ন অভিযানে একাধিক পরিকল্পনা নিয়েছে কলকাতা পুলিশ। বিজেপির যখন নজর থাকবে নবান্নের দিকে ঠিক তখন কলকাতা পুলিশের নজর থাকবে হাওড়া যাওয়ার দুই রাস্তা দ্বিতীয় হুগলি সেতু ও হাওড়া ব্রিজের দিকে। বিজেপি সমর্থকদের নবান্ন অভিযানের সময় বন্ধ করা হবে হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি সেতু। অর্থাৎ মিছিল চলাকালীন কোওনভাবেই কলকাতা থেকে হাওড়া যাবার জন্য ব্যাবহার করা যাবে না হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি সেতুর যাবার বা আসার পথের আটটি অংশ।
সূত্রের খবর, সকাল থেকেই দফায় দফায় রাস্তা বন্ধ করা হবে তাই বিকল্প রাস্তার সন্ধান ও দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। বিজেপির নবান্ন অভিযানের জন্য তিনটি মিছিলের মধ্যে একটি মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে। ওই জায়গায় ১৪৪ ধারা থাকায় কোন বেআইনি জমায়েত করতে দেবে না বলে লালবাজার সূত্রের খবর। মিছিলের অনুমতি না থাকায় পুলিশের কড়া মনোভাব দেখা যাবে বিজেপির নবান্ন অভিযানে।
advertisement
Traffic Advisory in connection with the Rally/Procession styled as Nabanna Abhijan on 13.09.2022. For details check below 👇#Kolkatatrafficupdate @CPKolkata @KolkataPolice pic.twitter.com/1crGR4uvis
— DCP Traffic Kolkata (@KPTrafficDept) September 12, 2022
advertisement
কলেজ স্কোয়ার থেকে মিছিল মহাত্মা গান্ধি রোড দিয়ে হাওড়া ব্রিজ ধরার মুখেই আটকে দেওয়া হবে। দুটি সেতুর মুখে আটকাবার জন্য ব্যবহার করা হচ্ছে গার্ডরেল, বাঁশের ব্যারিকেড ও অ্যালুমিনিয়াম গেট। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের শহরে মোতায়েন থাকবে প্রায় দুই হাজার পুলিশ কর্মী। একজন স্পেশাল পুলিশ কমিশনার, পাঁচ জন যুগ্ম কমিশনার পদমর্যাদা অফিসার, আঠারো জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার, বত্রিশ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ইনস্পেক্টর বাষট্টি জন, সাব-ইনস্পেক্টর ১২৪ জন, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর ১২৬ জন ও কনস্টেবল থাকছে ৭৭৪ জন। মহিলা পুলিশের মধ্যে থাকছে ইনস্পেক্টর মহিলা ৫ জন, সাব ইনস্পেক্টর ২১ জন, অ্যাসিস্ট্যান্স সাব ইনস্পেক্টর ২৬ জন ও মহিলা কনস্টেবল ১১৪ জন।
advertisement
আরও পড়ুন: 'আমি নিজেই ইনভেস্টিগেশন করি...', 'সত্যিই চাকরি রেডি তো?' নথি ঘেঁটে উত্তর খুঁজলেন মমতা
এছাড়াও রির্ভাস ফোর্স সহ পুলিশের কাছে থাকছে কাঁদানে গ্যাস, লাঠি সহ একাধিক সামগ্রী। দুটি বজ্র থাকবে বিজেপির নবান্ন অভিযানে, জল কামান থাকবে পাঁচটি ও অ্যাম্বুল্যান্স থাকবে পাঁচটি। এছাড়াও HRFS ও QRT পর্যাপ্ত থাকবে বলে লালবাজার সূত্রের খবর। বিজেপি সমর্থকদের গতিবিধি নজর রাখতে ড্রোনের সাহায্য নেওয়া হবে মঙ্গলবার। জলপথেও নজর থাকবে কলকাতা পুলিশের মঙ্গলবার সকাল থেকেই। বিজেপি সমর্থকদের পজিশন জানতে প্রতি মুহূর্তে আপডেট নেওয়া হবে লালবাজারের কন্ট্রোল রুম থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2022 10:46 PM IST