'বিরোধীরা যাই বলুক, বুনিয়াদি শিক্ষায় সেরা বাংলাই', মমতার মুখে সাফল্যের হিসেব
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রায় ১০ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তাঁরই সঙ্গে তিনি ঘোষণা করেন বুনিয়াদি শিক্ষায় দেশের মধ্যে সেরার স্থান পেয়েছে বাংলা।
#কলকাতা: আগামীদিনে কর্মসংস্থানের লক্ষ্যে এবার সরাসরি চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কাজ শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রায় ১০ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তাঁরই সঙ্গে তিনি ঘোষণা করেন বুনিয়াদি শিক্ষায় দেশের মধ্যে সেরার স্থান পেয়েছে বাংলা।
রবিবার এ নিয়ে ট্যুইটারেও লিখেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, 'অদ্ভুত আনন্দে আমার হৃদয় ভরে উঠছে। আমি গর্বিত হয়ে ঘোষণা করছি পশ্চিমবঙ্গে দেশের শীর্ষে রয়েছে বুনিয়াদি শিক্ষাপ্রদানে।' বুনিয়াদি শিক্ষায় দেশের মধ্যে সেরার শিরোপা উঠেছে বাংলার মাথায়। 'ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেস' ইনডেক্সে, দেশের সেরা রাজ্য মনোনীত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ।
আরও পড়ুন: 'চোখে দেখে ভোট দেবেন', টোটকায় কাজ হচ্ছে কতটা? রিপোর্ট নেবেন তৃণমূল শীর্ষনেতা
এদিন কর্মসংস্থান নিয়েও খুশির খবর দেন মুখ্যন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, 'দেশে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছে, বাংলায় ৪৫ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। ক্ষুদ্র-কুটির শিল্পে ৯০ লক্ষ ইউনিট হয়েছে বাংলায়। ৫৪০-এর বেশি ক্লাস্টার তৈরি হয়েছে। ক্ষুদ্র-কুটির শিল্পে ১ কোটি ৩৬ লক্ষ কর্মসংস্থান হয়েছে। দেউচা-পাচামিতে ১ লক্ষ কর্মসংস্থান হবে।'
advertisement
advertisement
It gives me great joy and fills my heart with pride to announce that West Bengal has ranked # 1 among all states in the country, in terms of students performing at or above the Global Minimum Proficiency level on the benchmark of foundational numeracy. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) September 11, 2022
advertisement
আরও পড়ুন: 'টাকা তৃণমূলেরই, দেখুন এবার কী হয়', গার্ডেনরিচ নিয়ে বিস্ফোরক শুভেন্দু! আরও বড় ইঙ্গিত
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'পুজোর আগেই ৩০ হাজার ছেলেমেয়ের চাকরি। বাংলার ছেলেমেয়েদের বাইরে যেতে হবে না। বাংলার ছেলেমেয়েদের ঘরেই চাকরি চলে আসবে। বাংলার টার্গেট কর্মসংস্থান, কর্মসংকোচন নয়।' এদিন নেতাজি ইন্ডোরে কারিগরি শিক্ষায় উত্তীর্ণদের হাতে হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই ৩০ হাজার নিয়োগের টার্গেট রয়েছে রাজ্যের, জানান মুখ্যমন্ত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2022 2:55 PM IST