21 July| Kolkata Private School Close: যানজটের আশঙ্কা, কলকাতার বহু বেসরকারি স্কুলে ছুটি, কোথাও হবে অনলাইন ক্লাস

Last Updated:

কোনও কোনও বেসরকারি স্কুল আবার বৃহস্পতিবারে পরিবর্তে শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে

#কলকাতা: বৃহস্পতিবার, ২১ জুলাই সমাবেশ৷ সমাবেশকে কেন্দ্র করে যানজটের আশঙ্কায় আগেভাগেই কলকাতার একাধিক বেসরকারি স্কুল ছুটির দেওয়ার সিদ্ধান্ত নিল। ২১ সে ছুটি ঘোষণা করা হয়েছে বেশ কিছু স্কুলের৷ পরিবর্তে অনলাইনে ক্লাস হবে সেদিন৷ আবার কোনও বেসরকারি স্কুল বৃহস্পতিবারে পরিবর্তে শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।লা মার্টস সহ চার্চ অফ নর্থ ইন্ডিয়া অনুমোদিত স্কুলগুলি বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। Don Bosco, হেরিটেজ, গোখেল মেমোরিয়াল স্কুলসহ শহর কলকাতা একাধিক স্কুল বৃহস্পতিবার ছুটি দিয়ে দিয়েছে। যদিও লা’মাটিনিয়ার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ওইদিন অনলাইনে ক্লাস করানো হবে।
 কোন কোন স্কুলে ইতিমধ্যেই ছুটি ঘোষণা হয়েছে?
advertisement
-গোখেল মেমোরিয়াল (Gokhale Memorial Girls' School) সহ কয়েকটি স্কুল সেদিন ছুটিই থাকবে৷ বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার স্কুল খোলা রাখা হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
-ডিপিএস রুবি পার্ক (DPS Ruby Park) ও ছুটি দিয়েছে ২১ এ জুলাই
advertisement
-সাউথ পয়েন্ট (South Point High School) স্কুল ২১জুলাইয়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।তার পরিবর্তে অনলাইনে ক্লাস হবে।
-বালিগঞ্জ শিক্ষা সদন (Ballyganj Sikhsha Sadan) ওই দিন অনলাইনে ক্লাস করানোর নোটিশ দিয়েছে৷
যদিও স্কুল ছুটি কী কারণে সে বিষয়ে কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি বেসরকারি স্কুলগুলি। এর পাশাপাশি আবার দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতার কয়েকটি নামকরা বেসরকারি স্কুল ও ২১জুলাই স্কুল খোলা রাখছে।
advertisement
মূলত একুশে জুলাইকে মাথায় রেখে যে রাস্তাগুলিতে যানজট হতে পারে সেই রুটের সংলগ্ন স্কুলগুলি ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ তেমনটাই তথ্য থেকে উঠে আসছে।
Somraj Bondopadhyay
বাংলা খবর/ খবর/কলকাতা/
21 July| Kolkata Private School Close: যানজটের আশঙ্কা, কলকাতার বহু বেসরকারি স্কুলে ছুটি, কোথাও হবে অনলাইন ক্লাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement