কবি মন্দাক্রান্তাকে গণধর্ষণের হুমকি, চিহ্নিত অভিযুক্ত

Last Updated:

ফেসবুকের ওপেন ওয়ালে কবিকে গণধর্ষণের হুমকি, অভিযুক্ত রাজা দাসকে চিহ্নিত করল লালবাজার সাইবার সেল ৷

#কলকাতা: অভিযোগ পাওয়ার পরই সক্রিয় পুলিশ ৷ এফআইআর-এর ২৪ ঘণ্টা পেরনোর আগেই চিহ্নিত অভিযুক্ত ৷ ফেসবুকের ওপেন ওয়ালে কবিকে গণধর্ষণের হুমকি, অভিযুক্ত রাজা দাসকে চিহ্নিত করল লালবাজার সাইবার সেল ৷
‘অভিশাপ’ কবিতাটি নিয়ে বিতর্কে শ্রীজাতর পাশে দাঁড়ানোয় হুমকির মুখে পড়েন কবি মন্দক্রান্তা সেন ৷ জনৈক রাজা দাসের অ্যাকাউন্ট থেকে কবিকে অশালীন ভাষায় কটাক্ষ ও মন্তব্য করা হয় ৷ শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে সরাসরি গণধর্ষণের হুমকি দেওয়া হয় ৷ ফেসবুকে নিজের ওয়ালে স্বয়ং একথা জানান মন্দাক্রান্তা সেন ৷ অভিযুক্তের কমেন্ট সহ পোস্টটিও রয়েছে তাঁরই ফেসবুক অ্যাকাউন্টের ওয়ালে ৷ ঘটনায় লালবাজার সাইবার সেলে অভিযোগ জানান তিনি ৷ পুরো ঘটনাটি প্রকাশ্যে আসায় ফের ধিক্কার ও সমালোচনায় মুখর হয়ে ওঠে নাগরিক সমাজ ৷
advertisement
ঘটনার প্রতিক্রিয়ায় মন্দাক্রান্তা জানান, ‘আমি নিজের জন্য ভীত নই ৷ আমি সমাজ, দেশের জন্য আতঙ্কিত ৷ সমাজ কেমন যেন ধর্মান্ধতার দিকে ঝুঁকে পড়েছে ৷ আরও বেশি করে প্রতিবাদ প্রয়োজন ৷’
advertisement
‘অভিশাপ’ সিরিজের একটি কবিতা ফেসবুকে পোস্ট করার পর থেকেই শ্রীজাতর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ ওঠে ৷ কবিতার শেষ দুটি লাইন নিয়ে আপত্তি তুলে শ্রীজাতর বিরুদ্ধে শিলিগুড়ির সাইবার সেলে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়।
advertisement
কিন্তু কেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের নাম ঘোষণা হতেই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়। সেই ঝড় ধাক্কা দেয় সোশ্যাল মিডিয়াতেও। গত ১৯ মার্চ ফেসবুকে অভিশাপ নামে একটি কবিতা পোস্ট করেন শ্রীজাত। তাতেই নাকি বিতর্কের সূত্রপাত। কী ছিল সেই কবিতায়?
মনে করা হচ্ছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশেই লেখা ওই কবিতাটি। যোগীর নানা সময়ে করা বিতর্কিত মন্তব্যকে বিদ্ধ করেই নাকি লেখা হয়েছে কবিতাটি। মূলত, আপত্তি উঠেছে অভিশাপের শেষ দুটি লাইন নিয়ে। তাতেই বিতর্কের সূত্রপাত। আর সেই জল গড়িয়েছে এফআইআর দায়ের পর্যন্ত।
advertisement
প্রথম থেকেই সেই বিতর্কে শ্রীজাতর পাশে দাঁড়িয়েছিলেন মন্দাক্রান্তা ৷ লেখক-শিল্পীদের স্বাধীনতার পক্ষে সওয়াল তুলে এই ঘটনার প্রতিবাদে বুদ্ধিজীবী ও সাধারণ মানুষদের নিয়ে মিছিলে পা মেলাল তিনি ৷
আর এখান থেকেই শুরু নতুন বিতর্ক ৷ ‘মৌলবাদী’-দের নজরে এবার মন্দাক্রান্তা ৷ এক কবিতার বদলে এফআইআর প্রাণনাশের হুমকি! কবিকে সমর্থন করায় জুটল গণধর্ষণের হুমকি ৷ অসহিষ্ণুতার নয়া উদাহরণ ৷ ক্রমশই লম্বা হচ্ছে তালিকা ৷ শ্রীজাতর পরে এবার ‘মৌলবাদী’-দের রোষানলে মন্দাক্রান্তা সেন ৷
advertisement
কবি মন্দাক্রান্তাকে হুমকির প্রবল নিন্দা শ্রীজাতর মুখে ৷ ‘এটা নিন্দনীয় ঘটনা ৷ প্রশাসন নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবে ৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কবি মন্দাক্রান্তাকে গণধর্ষণের হুমকি, চিহ্নিত অভিযুক্ত
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement