ছটফট করছে রক্তাক্ত কিশোরী, ফ্ল্যাটের ভিতরে মিলল দম্পতির দেহ! নারায়ণপুরে রহস্য

Last Updated:

পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীর এবং মেয়ের গলায় ছুরি দিয়ে আঘাত করে নিজে আত্মঘাতী হন ওই ব্যক্তি৷

ঘটনাস্থলে যান বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা৷
ঘটনাস্থলে যান বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা৷
কলকাতা: ফ্ল্যাটের ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মহিলার দেহ৷ তাঁর পাশেই পড়ে তাঁর কিশোরী কন্যা৷ ঘরের মধ্যে ঝুলছে গৃহকর্তার দেহ৷ শনিবার দুপুরে রাজারহাটের কাছে নারায়ণপুরে একটি ফ্ল্যাটের ভিতরে ঢুকে এমনই ভয়ঙ্কর দৃশ্য দেখে শিউরে উঠলেন এলাকাবাসী৷
গৃহকর্তা এবং তাঁর স্ত্রীর মৃত্যু হলেও জীবিত অবস্থায় উদ্ধার করা হয় তাঁদের ১৪ বছরের কিশোরী কন্যাকে৷ গলায় গুরুতর আঘাত নিয়ে তাকে চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
পুলিশ সূত্রে খবর, নারায়ণপুরের স্যর রমেশ মিত্র রোডের একটি আবাসনের এক তলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে৷ ফ্ল্যাটের ভিতর থেকে চিৎকার এবং গোঙানির শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা৷ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ যে জায়গায় এই ঘটনা ঘটে, সেখান থেকে নারায়ণপুর থানার দূরত্ব মেরেকেটে একশো মিটার৷
advertisement
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীর এবং মেয়ের গলায় ছুরি দিয়ে আঘাত করে নিজে আত্মঘাতী হন ওই ব্যক্তি৷ যদিও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে৷ ঘটনাস্থলে আসনে বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা৷ স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও ঘটনাস্থলে পৌঁছন৷
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ব্যক্তি পেশায় ওষুধ ব্যবসায়ী ছিলেন৷ সুখী পরিবার হিসেবেই এলাকায় সবাই চিনত তাঁদেরকে৷ আচমকা কেন গৃহকর্তা এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে৷ তদন্তকারীদের আশা, দম্পতির কন্যার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তার সঙ্গে কথা বলতে পারলে রহস্যের জট অনেকটাই কাটবে৷
আত্মঘাতী ওই ব্যক্তি পেশায় ওষুধ ব্যবসায়ী ছিলেন বলে জানা গিয়েছে৷ পরে ঘরের ভিতর থেকেই একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ৷ তাতে বাজারে নিজের বেশ কিছু ধার দেনার কথা উল্লেখ করে গিয়েছেন ওই ব্যবসায়ী৷ সেই কারণেই আত্মহত্যা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ছটফট করছে রক্তাক্ত কিশোরী, ফ্ল্যাটের ভিতরে মিলল দম্পতির দেহ! নারায়ণপুরে রহস্য
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement