রাজাবাগানে এ কী কাণ্ড! রক্তে ভাসছে যুবকের শরীর, চোখ কপালে উঠল পুলিশের
- Published by:Suvam Mukherjee
- Written by:Amit Sarkar
Last Updated:
টিপুর কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।
#কলকাতা: খাস কলকাতায় ফের শ্যুটআউট। এবার মদের আসরে চলল গুলি। দাবি করা হচ্ছে, রাজাবাগান এলাকায় এক যুবক নিজেই নিজেকে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। ওই যুবকের বন্ধুদের দাবি, মদের আসরে বচসা হয়। সেই সময়ে পকেট থেকে আগ্নেয়াস্ত্র বার করে নিজেকেই গুলি করে সে। তবে বন্ধুদের বয়ান খতিয়ে দেখছে পুলিশ।
আহত যুবকের নাম মহঃ টিপু। বর্তমানে এসএসকেএম চিকিৎসাধীন রয়েছে সে। পুলিশ জানিয়েছে, প্রথমে তাদের কাছে ফোন আসে। এক যুবক গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে এসএসকেএম -এ ভর্তি করা হয়। টিপু সঙ্গে সেই সময়ে তার আরও দুই বন্ধু মদের আসরে বসেছিল।
advertisement
বন্ধুদের দাবি, একটি বিষয় নিয়ে বচসা হয় টিপুর সঙ্গে। বচসার সময়ে পকেট থেকে একটি বন্দুক বার করে টিপু। নিজেকেই গুলি করে দেয় সে। এর পরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। টিপুর বাড়ির লোকেদের খবর দেয় তার বন্ধুরা। পরে খবর যায় পুলিশের কাছেও। টিপুর কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
তবে বিষয়টি নিয়ে পুলিশের কাছেও ধোঁয়াশা রয়েছে। টিপু আদৌ নিজেই নিজেকে গুলি করেছে কিনা, তা স্পষ্ট নয় পুলিশের কাছে। টিপুর বন্ধুদের দাবিও খতিয়ে দেখা হচ্ছে। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে তার দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারোর কোনও অপরাধের পুরনো রেকর্ড রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
আরও পড়ুন, কাকে বলে শৈত্যপ্রবাহ, কলকাতার হাড়হিম করা ঠান্ডায় কবে রয়েছে শৈত্যপ্রবাহের আশঙ্কা, জানুন পূর্বাভাস
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে টিপু। তার সঙ্গে পুরনো কারোর শত্রুতা ছিল কিনা কিংবা, মানসিক ভাবে কোনও কিছুতে বিপর্যস্ত ছিল কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2023 4:46 PM IST