‘শেষ হবে না লালফিতের ফাঁস?’ প্রকল্পে দেরি হওয়ায় ক্ষোভ মমতার

Last Updated:

‘শেষ হবে না লালফিতের ফাঁস?’ প্রকল্পে দেরি হওয়ায় ক্ষোভ মমতার

 #কলকাতা: ছ’মাস আগে ঘোষণা হলেও, বারাকপুরের একাধিক জায়গায় ঢিমে তালে চলছে সৌন্দর্যায়ন প্রকল্পের কাজ। কেন লাল ফিতের ফাঁসে আটকে টেন্ডার প্রক্রিয়া? প্রশাসনিক বৈঠকে জন প্রতিনিধি ও সরকারি কর্তাদের ধমক মুখ্যমন্ত্রীর। বীজপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বেনামে জমি বিক্রি হচ্ছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ মুখ্যমন্ত্রীর। এ নিয়ে রিপোর্টও তলব করেছেন মমতা।
মঙ্গল পাণ্ডের স্মৃতিকে সামনে রেখে বারাকপুরে সৌন্দর্যায়ন প্রকল্পের কাজ। টাকা বরাদ্দের পরেও কেন আটকে সেই প্রকল্প? মঙ্গলবার বারাসতের প্রশাসনিক বৈঠকে তা নিয়ে মুখ্যমন্ত্রীর ধমক খেতে হল বিধায়ক শীলভদ্র দত্ত ও সরকারি কর্তাদের। দ্রুত কাজ করার বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘কাগজপত্র চালাচালি আমি পছন্দ করি না ৷ কাগজপত্র নিয়ে এত সময় গেল কেন? এত সময় নষ্ট করা ঠিক নয় ৷ কাজে দেরি হলে, না করাই ভাল ৷ নিজেদের মধ্যে আলোচনা করেননি কেন? লাল-ফিতের বাঁধন কবে শেষ হবে?’
advertisement
advertisement
লাল ফিতের ফাঁসে আটকে রাস্তার টেন্ডারও। তা নিয়ে উত্তর চব্বিশ পরগনার জেলা সভাধিপতি রেহেনা খাতুনকে ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী।
বীজপুরের বিস্তীর্ণ অংশে বেনামে বিপুল জমি বিক্রি হচ্ছে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।
গাছ কাটা নিয়ে হাইকোর্টে আইনি জটে আটকে পঁয়তিরিশ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। সেই সমস্যা সমাধানে রাস্তাও দেখিয়েছেন মমতা। পুরোন গাছ না কেটে সেগুলি স্থানান্তরিত করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘শেষ হবে না লালফিতের ফাঁস?’ প্রকল্পে দেরি হওয়ায় ক্ষোভ মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement