#কলকাতা: একবছর আগেই বাড়ানো হয়েছে বেতন, তাও কথায় কথায় আন্দোলন ৷ প্রশাসনিক বৈঠকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আন্দোলনকারী শিক্ষকেরা ৷ বার বার নিয়োগ ও বেতনবৃদ্ধি নিয়ে শিক্ষকদের আন্দোলনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এদিন নিজের অবস্থান স্পষ্ট করেন ৷
জেলার উন্নয়নের কাজের খতিয়ান নিতে হাওড়ায় প্রশাসনিক বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেসময়ই উঠে আসে শিক্ষকদের বেতনবৃদ্ধির প্রসঙ্গ ৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ‘এক বছর আগেই পার্শ্বশিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে ৷ সর্বশিক্ষা অভিযানে টাকা দিচ্ছে না কেন্দ্র ৷ রাজ্য সরকার কোথা থেকে টাকা পাবে?’ এখানেই শেষ নয়, ‘কথায় কথায় কালো ব্যাজ পরে আন্দোলন ৷ শিক্ষকদের দেখে পড়ুয়ারা কী শিখবে ? কথায় কথায় আন্দোলন মানব না ৷ সম্মান করি বলেই প্যারা টিচারদের বেতনবৃদ্ধি ৷’
এই প্রথম নয় ৷ পে কমিশন ও বেতনবৃদ্ধি নিয়ে এর আগেও কড়া মনোভাব দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বলেন, ‘যারা কেন্দ্রীয় সরকারের সমান মাইনে চান, তারা কেন্দ্রে চলে যান। কেন্দ্রে চাকরি করলে কেন্দ্রের মতো পাবেন, রাজ্যে করলে রাজ্যের মতো।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Administrative Meet, CM Mamata Banerjee, Mamata Banerjee, Teacher, Teachers protest, West Bengal Teachers