হোম /খবর /কলকাতা /
‘কথায় কথায় আন্দোলন মানব না’, আন্দোলনকারী শিক্ষকদের তোপ মমতার

‘কথায় কথায় আন্দোলন মানব না’, আন্দোলনকারী শিক্ষকদের তোপ মমতার

Photo: News 18 Bangla

Photo: News 18 Bangla

প্রশাসনিক বৈঠকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আন্দোলনকারী শিক্ষকেরা ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: একবছর আগেই বাড়ানো হয়েছে বেতন, তাও কথায় কথায় আন্দোলন ৷ প্রশাসনিক বৈঠকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আন্দোলনকারী শিক্ষকেরা ৷ বার বার নিয়োগ ও বেতনবৃদ্ধি নিয়ে শিক্ষকদের আন্দোলনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এদিন নিজের অবস্থান স্পষ্ট করেন ৷

    জেলার উন্নয়নের কাজের খতিয়ান নিতে হাওড়ায় প্রশাসনিক বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেসময়ই উঠে আসে শিক্ষকদের বেতনবৃদ্ধির প্রসঙ্গ ৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ‘এক বছর আগেই পার্শ্বশিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে ৷ সর্বশিক্ষা অভিযানে টাকা দিচ্ছে না কেন্দ্র ৷ রাজ্য সরকার কোথা থেকে টাকা পাবে?’ এখানেই শেষ নয়, ‘কথায় কথায় কালো ব্যাজ পরে আন্দোলন ৷ শিক্ষকদের দেখে পড়ুয়ারা কী শিখবে ? কথায় কথায় আন্দোলন মানব না ৷ সম্মান করি বলেই প্যারা টিচারদের বেতনবৃদ্ধি ৷’

    এই প্রথম নয় ৷ পে কমিশন ও বেতনবৃদ্ধি নিয়ে এর আগেও কড়া মনোভাব দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বলেন, ‘যারা কেন্দ্রীয় সরকারের সমান মাইনে চান, তারা কেন্দ্রে চলে যান। কেন্দ্রে চাকরি করলে কেন্দ্রের মতো পাবেন, রাজ্যে করলে রাজ্যের মতো।’

    First published:

    Tags: Administrative Meet, CM Mamata Banerjee, Mamata Banerjee, Teacher, Teachers protest, West Bengal Teachers