Mamata On Cyclone: রাতে নবান্নেই থাকবেন মমতা, 'কেউ প্যানিক করবেন না...' রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata On Cyclone: বৃহস্পতিবার ঘূর্ণিঝড় দানা সম্পর্কে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বাংলার দোরগোড়ায় প্রায় অতি শক্তিশালী সাইক্লোন ‘দানা’। বড় দুর্যোগের ভয়ে কাঁটা মানুষ। জেলায় জেলায় চলছে উদ্ধার কাজ। প্রায় গভীর রাতে ল্যান্ডফলের আগেই অতি সতর্কতামূলক এলাকাগুলি থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে জোরকদমে।
বৃহস্পতিবার ঘূর্ণিঝড় দানা সম্পর্কে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধার কাজের লেটেস্ট আপডেট দিয়ে মমতা বলেন, “আমরা উদ্ধার কাজের জন্য ৩৫৬৯৪১ জনকে চিহ্নিত করেছি। কিন্তু এখনও পর্যন্ত যাঁরা সম্মতি দিয়ে ক্যাম্পে এসেছেন তাঁদের সংখ্যা ১, ৫৯৮৩৭ জন। ৮৫১ টি ক্যাম্প চালাচ্ছি। রিলিফ ক্যাম্পে ৮৩৫৮৩ জন আছে। সুনামি হওয়ার পর আমরা অনেকগুলি রিলিফ সেন্টার করে দিয়েছিলাম। সবাই ২৪ দিন ব্যাপী ছিলেন সেখানে।”
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সব হেল্পলাইন নম্বরগুলি চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে বলা হয়েছে নিজের জেলায় জেলায় অফিসিয়ালি সিস্টেম তৈরি করে প্রশাসনিক কর্তারা নজর রাখবেন। আগাম সতর্কতা হিসেবে কাজ করতে হবে বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “মানুষের জীবন দামি। নবান্নতে আমি আজ রাতে থাকব। লক্ষ্য রাখবো আমি নিজের ঘর থেকেই।”
advertisement
নবান্নের হেল্পলাইন নম্বর জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। নম্বরটি হল : ০৩৩২২১৪৩৫২৬ ও ১০৭০ এছাড়াও আরও ২০টি লাইন রয়েছে। যাতে জেলার সঙ্গেও আমাদের যোগাযোগ থাকে। জনসাধারণের জন্য মমতার বার্তা “কেউ ‘প্যানিক করবেন না, সতর্ক থাকুন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 24, 2024 5:04 PM IST