Mamata On Awas Yojana: লক্ষ লক্ষ মানুষ আবাসের বাড়ি পাচ্ছেন না কেন? বিধানসভায় আসল 'কারণ' ফাঁস করলেন মুখ্যমন্ত্রী
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata On Awas Yojana: আবাস যোজনার অন্তর্গত বাড়ি না পাওয়ার পিছনে রাজ্যবাসীর বঞ্চনার আসল কারণ স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন তাঁর ভাষণে স্পষ্ট জানান, কেন্দ্রীয় সরকার এক টাকাও দেয়নি গৃহ নির্মাণে।
কলকাতা: বিধানসভায় আজ আবাস তোপ মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত বাড়ি না পাওয়ার পিছনে রাজ্যবাসীর বঞ্চনার আসল কারণ স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন তাঁর ভাষণে স্পষ্ট জানান, কেন্দ্রীয় সরকার এক টাকাও দেয়নি গৃহ নির্মাণে। ১১ লক্ষ এক হাজার ৭৫৭ বাড়ির জন্য টাকা কেন দেয়নি কেন্দ্র তাঁর কারণও কার্যত বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আবাস যোজনায় বাড়ি চাই। একথা কেন্দ্রকে বার বার জানানো সত্বেও কাজ হয়নি। এত টিম পাঠানোর পরেও, এত রিপোর্টে দেবার পরেও, এত বার গিয়ে দেখা করার পরেও কেন কাজ হয়নি? আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেও কেন কেন্দ্র টাকা দেয়নি? আমি শুনেছি, কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, রাজনৈতিক কারণে দেওয়া যাচ্ছে না।”
advertisement
advertisement
এদিন আবাস যোজনায় কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। সরাসরি টাকা আটকানোয় রাজনীতির অভিযোগ আনেন মমতা। একইসঙ্গে সংখ্যালঘু উন্নয়নের টাকা নিয়েও অনেকে অপপ্রচার করছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
advertisement
মমতা জানান, ” ২০১০-১১ সালে বরাদ্দ ছিল ৪৭২ কোটি। ২০২৩-২৪ সালে তা বেড়ে হয়েছে ৪২৩৩ কোটি টাকা। দেশের মধ্যে সংখ্যালঘু স্কলারশিপে আমরা ১ নম্বর। সংখ্যালঘু এলাকা উন্নয়নে ৮৫৫ কোটি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে। মৌলানা আজাদ স্কলারশিপ বন্ধ করে দিয়েছে। আমরা স্কলারশিপ দিচ্ছি। তাছাড়া মেধাশ্রী দেওয়া হচ্ছে। অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদেরও স্কলারশিপ দেওয়া হচ্ছে। স্বনিযুক্তির জন্য মাইক্রো ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। শীঘ্রই নিয়োগ হবে। নিয়োগের সুপারিশ করা হয়েছে। উর্দু অ্যকাডেমির বাজেট বাড়ানো হয়েছে। ইমাম ও মোয়াজ্জেমদের সাহায্য করা হয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপও পায় তারা। রাজ্য ভিত্তিক উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। যারা সমীক্ষা করবে আগামী ৬ মাস সময় ধরে খারিজি মাদ্রাসা নিয়ে। যার ফলে এখানে যারা পড়েন তাদের স্কলারশিপ পেতে সুবিধা হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2023 2:54 PM IST