Yellow Taxi Rule: হাওড়া স্টেশনে বন্ধ হচ্ছে প্রিপেইড বুথ! হলুদ ট্যাক্সি চড়বেন কীভাবে? বিপদে পড়ার আগে জানুন নিয়ম

Last Updated:
Yellow Taxi Rule: লম্বা লাইনে দাঁড়িয়ে বুথ থেকে স্লিপ নিয়ে ট্যাক্সিতে চড়তে হবে না হাওড়া স্টেশনে। গোটা ব্যবস্থা বদলে ফেলেতে চলেছে রাজ্য পরিবহণ দফতর।
1/11
রাজ্যের তথা দেশের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে একটি হাওড়া স্টেশন। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত চলে এই স্টেশনের মাধ্যমে। ভোর হোক, কী মধ্যরাত, হাওড়া স্টেশন চত্বরে মানুষের ঢল বস্তুত নিত্যদিনের ছবি। আর দেখা যায় সর্পিল প্রিপেইড ট্যাক্সির লাইন।
রাজ্যের তথা দেশের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে একটি হাওড়া স্টেশন। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত চলে এই স্টেশনের মাধ্যমে। ভোর হোক, কী মধ্যরাত, হাওড়া স্টেশন চত্বরে মানুষের ঢল বস্তুত নিত্যদিনের ছবি। আর দেখা যায় সর্পিল প্রিপেইড ট্যাক্সির লাইন।
advertisement
2/11
হাওড়া স্টেশনের বাইরেই একাধিক প্রিপেইড ট্যাক্সি বুথ রয়েছে। দূর দূরান্ত থেকে হাওড়ায় ট্রেন থেকে নেমে ট্যাক্সি ধরতে সেই বুথের সামনেই লম্বা লাইনে দাঁড়ান যাত্রীরা। কিন্তু জানা যাচ্ছে এবার এই প্রিপেইড ট্যাক্সি বুথই বন্ধ করে দেওয়া হচ্ছে।
হাওড়া স্টেশনের বাইরেই একাধিক প্রিপেইড ট্যাক্সি বুথ রয়েছে। দূর দূরান্ত থেকে হাওড়ায় ট্রেন থেকে নেমে ট্যাক্সি ধরতে সেই বুথের সামনেই লম্বা লাইনে দাঁড়ান যাত্রীরা। কিন্তু জানা যাচ্ছে এবার এই প্রিপেইড ট্যাক্সি বুথই বন্ধ করে দেওয়া হচ্ছে।
advertisement
3/11
দীর্ঘ ট্রেন যাত্রার পর ক্লান্ত যাত্রীদের থেকে যাতে ট্যাক্সি চালকরা বেশি ভাড়া না নেয়, তার জন্যই প্রিপেইড ট্যাক্সি বুথ চালু হয়েছিল। কিন্তু রাজ্য পরিবহণ দফতরের তরফে সিদ্ধান্ত হয়েছে তুলে নেওয়া হবে হাওড়া স্টেশনের সামনে থাকা প্রিপেইড ট্যাক্সি বুথগুলি।
দীর্ঘ ট্রেন যাত্রার পর ক্লান্ত যাত্রীদের থেকে যাতে ট্যাক্সি চালকরা বেশি ভাড়া না নেয়, তার জন্যই প্রিপেইড ট্যাক্সি বুথ চালু হয়েছিল। কিন্তু রাজ্য পরিবহণ দফতরের তরফে সিদ্ধান্ত হয়েছে তুলে নেওয়া হবে হাওড়া স্টেশনের সামনে থাকা প্রিপেইড ট্যাক্সি বুথগুলি।
advertisement
4/11
এতদিন ভিনরাজ্যে থেকে শহর না চেনা মানুষও এই প্রিপেইড বুথে নিজের গন্তব্যের নাম বললে ভাড়া দিয়ে সেখানে পৌঁছতে পারতেন। গন্তব্য শুনে রেট চার্ট অনুযায়ী ভাড়া বলে দিতেন কাউন্টারে বসে থাকা ব্যক্তি। সেই ভাড়া মিটিয়ে একটি স্লিপ নিয়ে নিলেই নিশ্চিন্ত।
এতদিন ভিনরাজ্যে থেকে শহর না চেনা মানুষও এই প্রিপেইড বুথে নিজের গন্তব্যের নাম বললে ভাড়া দিয়ে সেখানে পৌঁছতে পারতেন। গন্তব্য শুনে রেট চার্ট অনুযায়ী ভাড়া বলে দিতেন কাউন্টারে বসে থাকা ব্যক্তি। সেই ভাড়া মিটিয়ে একটি স্লিপ নিয়ে নিলেই নিশ্চিন্ত।
advertisement
5/11
যদিও বর্তমানে ওলা, উবারের মতো অ্যাপ ক্যাবের কারণে বদলেছে যাত্রীদের ট্যাক্সি চড়ার অভিজ্ঞতা। মোবাইলের কয়েক ক্লিকেই সামনে চলে আসছে ট্যাক্সি। তবে হাওড়া স্টেশনের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন।
যদিও বর্তমানে ওলা, উবারের মতো অ্যাপ ক্যাবের কারণে বদলেছে যাত্রীদের ট্যাক্সি চড়ার অভিজ্ঞতা। মোবাইলের কয়েক ক্লিকেই সামনে চলে আসছে ট্যাক্সি। তবে হাওড়া স্টেশনের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন।
advertisement
6/11
সেখানে অ্যাপ ক্যাবের চালকরা নির্ধারিত ভাড়ার থেকে বেশি চেয়ে থাকেন বলে অভিযোগ। তাই প্রিপেইড বুথের ওপর নির্ভরতা ছিল যাত্রীদের।
সেখানে অ্যাপ ক্যাবের চালকরা নির্ধারিত ভাড়ার থেকে বেশি চেয়ে থাকেন বলে অভিযোগ। তাই প্রিপেইড বুথের ওপর নির্ভরতা ছিল যাত্রীদের।
advertisement
7/11
তবে এবার পাল্টে যাচ্ছে ছবিটা। আর লম্বা লাইনে দাঁড়িয়ে বুথ থেকে স্লিপ নিয়ে ট্যাক্সিতে চড়তে হবে না হাওড়া স্টেশনে। গোটা ব্যবস্থা বদলে ফেলতে চলেছে রাজ্য পরিবহণ দফতর।
তবে এবার পাল্টে যাচ্ছে ছবিটা। আর লম্বা লাইনে দাঁড়িয়ে বুথ থেকে স্লিপ নিয়ে ট্যাক্সিতে চড়তে হবে না হাওড়া স্টেশনে। গোটা ব্যবস্থা বদলে ফেলতে চলেছে রাজ্য পরিবহণ দফতর।
advertisement
8/11
এবার হাওড়া স্টেশন থেকে হলুদ ট্যাক্সিতে চড়তে হলে ‘যাত্রী সাথী’ অ্যাপ ব্যবহার করতে হবে। যাত্রীদের সুবিধার জন্যই রাজ্য পরিবহণ দফতর এই অ্যাপ ক্যাব পরিষেবা চালু করেছে বলে জানা গিয়েছে।
এবার হাওড়া স্টেশন থেকে হলুদ ট্যাক্সিতে চড়তে হলে ‘যাত্রী সাথী’ অ্যাপ ব্যবহার করতে হবে। যাত্রীদের সুবিধার জন্যই রাজ্য পরিবহণ দফতর এই অ্যাপ ক্যাব পরিষেবা চালু করেছে বলে জানা গিয়েছে।
advertisement
9/11
ট্রেনের মধ্যে বসে কিংবা স্টেশন থেকেই ‘যাত্রী সাথী’ অ্যাপ ব্যবহার করতে পারবেন যাত্রীরা। অন্যান্য অ্যাপ ক্যাবের মতো এখানেও ওটিপি আসবে। তা দেখিয়ে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে ট্যাক্সি।
ট্রেনের মধ্যে বসে কিংবা স্টেশন থেকেই ‘যাত্রী সাথী’ অ্যাপ ব্যবহার করতে পারবেন যাত্রীরা। অন্যান্য অ্যাপ ক্যাবের মতো এখানেও ওটিপি আসবে। তা দেখিয়ে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে ট্যাক্সি।
advertisement
10/11
অবশ্য এই অ্যাপে ট্যাক্সি বুক করার বিষয়টি আপাতত ততটা মসৃণ নয় বলে অভিযোগ ট্যাক্সি বুথের কর্মীদেরই। তবে তাদের আশা, ধীরে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। বুথের কর্মীদের বক্তব্য, এবার থেকে আর প্রিপেইড বুথে লম্বা লাইন দিতে হবে না।
অবশ্য এই অ্যাপে ট্যাক্সি বুক করার বিষয়টি আপাতত ততটা মসৃণ নয় বলে অভিযোগ ট্যাক্সি বুথের কর্মীদেরই। তবে তাদের আশা, ধীরে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। বুথের কর্মীদের বক্তব্য, এবার থেকে আর প্রিপেইড বুথে লম্বা লাইন দিতে হবে না।
advertisement
11/11
বলা হচ্ছে হাওড়া স্টেশনে পার্কিং ফি বাবদ ওলা, উবার চালকরা যে অতিরিক্ত ভাড়া নেন, যাত্রী সাথী অ্যাপে বুক করা ট্যাক্সি তা নেবে না। তাছাড়া বুথ কর্মীদের দাবি, আগে অফিসটাইমে দীর্ঘ লাইন পড়ত ট্যাক্সির জন্য। বিশৃঙ্খলা দেখা দিত। এবার সেই ঝঞ্ঝাট থেকেও মুক্তি পাবেন যাত্রীরা। আগামী দিনে এই অ্যাপ কতটা কার্যকরী হয় ট্যাক্সি ড্রাইভার, মালিক ও যাত্রীদের জন্য সেটাই দেখার।
বলা হচ্ছে হাওড়া স্টেশনে পার্কিং ফি বাবদ ওলা, উবার চালকরা যে অতিরিক্ত ভাড়া নেন, যাত্রী সাথী অ্যাপে বুক করা ট্যাক্সি তা নেবে না। তাছাড়া বুথ কর্মীদের দাবি, আগে অফিসটাইমে দীর্ঘ লাইন পড়ত ট্যাক্সির জন্য। বিশৃঙ্খলা দেখা দিত। এবার সেই ঝঞ্ঝাট থেকেও মুক্তি পাবেন যাত্রীরা। আগামী দিনে এই অ্যাপ কতটা কার্যকরী হয় ট্যাক্সি ড্রাইভার, মালিক ও যাত্রীদের জন্য সেটাই দেখার।
advertisement
advertisement
advertisement