Mamata In London: লন্ডন পৌঁছে গেলেন মমতা! পথে ছিল বিরাট চমক, মুখ্যমন্ত্রীর কথায় দুই তরুণীর কাণ্ডে যেন উৎসব দুবাই এয়ারপোর্টে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata In London: রবিবার ভারতীয় সময় দুপুর ১২টা নাগাদ লন্ডন পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে সচল হিথরো বিমান বন্দরে যখন তিনি নামেন, তখন লন্ডন ধরা দেয় তার চিরাচরিত বৃষ্টি ভেজা চেহারায়। প্রবল ঠাণ্ডাতেই প্রায় ১২ ঘণ্টা দেরিতে সেখানে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী।
লন্ডন: রবিবার ভারতীয় সময় দুপুর ১২টা নাগাদ লন্ডন পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে সচল হিথরো বিমান বন্দরে যখন তিনি নামেন, তখন লন্ডন ধরা দেয় তার চিরাচরিত বৃষ্টি ভেজা চেহারায়। প্রবল ঠাণ্ডাতেই প্রায় ১২ ঘণ্টা দেরিতে সেখানে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী।
শনিবার সন্ধ্যায় কলকাতা বিমান বন্দর থেকে রওনা দেওয়ার পরে দুবাই হয়ে লন্ডন পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, হিথরো বিমান বন্দর স্থানীয় সময় শনিবার সকাল থেকে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত থাকায় পিছিয়ে যায় বাংলার মুখ্যমন্ত্রীর সফর। অবশেষে ১২ ঘণ্টার দেরিতে লন্ডন পৌঁছন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
বর্তমানে হিথরো বিমান বন্দরের পরিস্থিতি স্বাভাবিক। তবে বিমান বন্দরের বাইরে লন্ডনের চিরাচরিত ঠান্ডা আর স্যাঁতস্যাতে ছবি। আকাশ ছিল মেঘলা। বৃষ্টিও চলছিল বাইরে। তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার মধ্যরাতে দুবাই বিমানবন্দরে যখন তিনি পৌঁছন বিমানবন্দরের বিজনেস লাউঞ্জে একদল তরুণী নিজেদের মধ্যে নাচ গান করছিলেন। ইউরোপে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের মেহেন্দির নাচের অনুশীলন করেছিলেন তাঁরা। তা দেখেই থমকে দাঁড়ান মমতা।
advertisement
তরুণীদের আরও উৎসাহ দিয়ে তিনি নৃত্য পরিবেশনের অনুরোধ করেন। তাঁদের লজ্জা কাটাতে তিনি উৎসাহ দিয়ে বলেন, “আমিও তো কিছুদিন আগে ভাঙড়া নাচলাম।” ব্যাস এটুকু উৎসাহ দানেই দুই তরুণী মেহেন্দির প্রস্তুতি নাচ নেচে ভরিয়ে তুললেন দুবাইয়ের বিজনেস লাউঞ্জ। নাচ শেষ হতেই শুরু হল অনুগামীদের সেলফি তোলার হিড়িক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2025 5:03 PM IST